বেলুড় মঠে রীতি মেনে হল কুমারী পুজো, উমা রূপে দেবীর আরাধনা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 2:07 PM IST

মহাষ্টমীর পুজো শেষে নিয়ম মেনে বেলুড় মঠে আয়োজিত হল কুমারী পুজো ৷ শুক্রবার সকাল 9টা থেকে কুমারী পুজো শুরু হয় ৷ এখানে দেবী দুর্গাকে কুমারী রূপে পুজো করা হয় ৷ এবছর বেলুড় মঠে কুমারীকে উমা রূপে পুজো করা হচ্ছে ৷ 1901 সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে কুমারী পুজোর সূচনা করেছিলেন ৷ সেই রীতি আজও মেনে চলা হয় বেলুড় মঠে ৷

অন্যদিকে, আজ মালদায় মহানন্দা নদীর তীরে অবস্থিত রামকৃষ্ণ মিশনেও কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল ৷ সেখানে কুমারী রূপে পুজো করা হয় দিব্যাঙ্কা গঙ্গোপাধ্যায়কে ৷ দ্বিতীয় শ্রেণি পড়ুয়া দিব্যাঙ্কাকে এ বছর কুমারী পুজোর জন্য বেছে নেয় মিশন কর্তৃপক্ষ ৷ প্রাচীন রঘুনন্দন তত্ত্ব থেকে নেওয়া রীতি অনুযায়ী কুমারী পুজো হয়ে থাকে ৷

পাশাপাশি, বাঁকুড়ার জয়রামবাটিতে সারদা মায়ের বাড়ি অর্থাৎ, মাতৃমন্দিরের দুর্গাপুজোতেও কুমারী পুজো হল ৷ সেখানে কুমারী হিসেবে পুজো করা হয়েছে নার্সারি ওয়ানের পড়ুয়া আরাধ্যা রায় ৷ জন্ম সূত্রে সে সারদা মায়ের বংশের সদস্য ৷ আরাধ্যা রায়ের বাবা প্রসেনজিৎ রায়ের মামার বাড়ি এটি ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.