চতুর্থবর্ষে নিউটাউন প্রকৃতি বান্ধব সমিতির কুমারী পুজো - DURGA PUJA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 7:10 PM IST

মহাষ্টমীর পুজো শেষে কুমারী পুজো করলেন নিউটাউন প্রকৃতি বান্ধব সমিতির উদ্যোক্তারা ৷ চতুর্থ বর্ষে পদার্পণ করল এই পুজো ৷ শুরুর দিন থেকেই এই পুজোর উদ্যোক্তারা কুমারী পুজো করে আসছেন ৷ রীতি মেনে উমা রূপে কুমারী পুজো করলেন আয়োজকরা ৷ এই পুজো নিয়ে সদস্যরা জানালেন, তাঁদের পুজোয় জাঁকযমক থাকে না ৷ কোনও বড় থিম বা আলোর খেলাও থাকে ৷ বরং, আন্তরিকতা থাকে ৷ যেখানে ওই অঞ্চলের সমস্ত বাসিন্দারা পুজোয় অংশ নেন ৷ এখানে কোনও ব্যক্তি বিশেষ নন ৷ বরং, এলাকার সকলেই সমান উদ্যোগে এই পুজোর আয়োজন করেন ৷ দুর্গাপুজোর চারদিন পুজো মণ্ডপ সকলের জন্য উন্মুক্ত থাকে ৷ দিনের বেলা খাওয়া-দাওয়ার যেমন ব্যবস্থা থাকে ৷ তেমনি রাতে আনন্দ অনুষ্ঠানের ব্যবস্থাও করেন নিউটাউন প্রকৃতি বান্ধব সমিতির উদ্যোক্তারা ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.