তিস্তায় ভেসে যাচ্ছে সন্তান, সঙ্গীদের নিয়ে উদ্ধারে মা হাতি; দেখুন ভিডিয়ো - Elephant Calf Resuce - ELEPHANT CALF RESUCE
🎬 Watch Now: Feature Video
Published : Jun 19, 2024, 7:50 PM IST
একটানা বৃষ্টির জেরে ফুলে উঠেছে নদী । পথ হারিয়ে বিপন্ন বন্যপ্রাণ । চোখের সামনে তিস্তার জলের তোড়ে ভেসে যাচ্ছে সন্তান । তা দেখে ঝাঁপিয়ে পড়ল মা-সহ সঙ্গীরা ৷ নদীতে ভেসে যাওয়া সন্তানকে নিয়ে ফিরল দল । জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি হাতির দল তিস্তা নদী পার হওয়ার সময় আচমকা জল বাড়লে প্রবল স্রোতে ভেসে গিয়ে লকগেটে আটকে যায় হস্তিশাবক ৷ গাজোলডোবা তিস্তা ব্যারেজে দেখা যায় অসহায় অবস্থায় হাবুডুবু খাচ্ছে শাবক-সহ দু-তিনটি হাতি । এরপর গেট খুলে দেওয়া হলে হাতিগুলি নদী থেকে দুই দিকে ডাঙায় ওঠে ৷ রাত 12টা নাগাদ এই বিপত্তির খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা । বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে হাতিগুলি সুস্থ রয়েছে ।