রাহুল-সোনিয়ার সেলফি, প্রথমবার ভোট দিলেন প্রিয়াঙ্কার ছেলে ও মেয়ে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 2:52 PM IST

আমজনতার সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলেন গান্ধি-বঢরা পরিবারের নব-প্রজন্ম রাইহান রাজীব বঢরা ও মিরায়া বঢরা ৷ প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ও রবার্ট বঢরার ছেলে-মেয়ে ৷ দিল্লির একটি বুথে তাঁরা ভোট দিলেন ৷ ভোট দিয়ে রাইহান বললেন, "তরুণ প্রজন্মের কাছে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছি ৷" বোন মিরায়া বললেন, "পরিবর্তন আনতে সবার বেরিয়ে এসে ভোট দেওয়া প্রয়োজন ৷" এটাই তাঁদের প্রথম বার লোকসভা ভোট ৷

এদিকে দিল্লির নির্মাণ ভবনের বুথে ভোট দিতে এলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সঙ্গে ছিলেন ওয়েনাড়ের বিদায়ী সাংসদ রাহুল গান্ধি ৷ ভোট দিয়ে বেরিয়ে মাকে নিয়ে সেলফি তুললেন তিনি ৷ বোন প্রিয়াঙ্কার সঙ্গেও ছবি তোলেন রাহুল ৷ সেখান থেকে বেরিয়ে সোজা ভাগ্নে ও ভাগ্নির সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধি ৷ বোন প্রিয়াঙ্কা গান্ধি ভোট দিতে গিয়েছেন ৷ তাই বুথের সামনে মামার সঙ্গে অপেক্ষা করছিলেন রাইহান ও মিরায়া ৷ ভোট দিতে গিয়ে ক্যামেরাবন্দি হলেন রবার্ট গান্ধি বঢরাও ৷

মা সোনিয়া এবং বোন প্রিয়াঙ্কার সঙ্গে তোলা দু'টি ছবি পোস্ট করেন রাহুল গান্ধি ৷ তিনি লেখেন, "প্রথম পাঁচ দফায় ভোট দিয়ে আপনারা মিথ্যা, ঘৃণা আর ভ্রষ্টাচারকে না বলেছেন ৷ আপনাদের জীবনের একেবারে তৃণমূল স্তরের সমস্যাগুলিকে গুরুত্ব দিয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.