নির্বাচনী মরশুমে 'অবসর উপভোগ' অশীতিপর মজিদ মাস্টারের - Lok Sabha Election 2024
🎬 Watch Now: Feature Video
বাম আমলে উত্তর 24 পরগনার ভেড়ি এলাকার রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য ছিল মজিদ মাস্টারের ৷ সিপিআইএমের এই দোর্দন্ডপ্রতাপ এই রাজনীতিক আজ তাঁর ভোটাধিকার প্রয়োগ করলেন ৷ শাসন ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে সকাল সকাল গিয়ে ভোট দিয়ে এলেন তিনি ৷ তারপর বাড়ি ফিরে খবরের কাগজে মুখ গুঁজলেন একদা সিপিআইএম নেতা ৷ পেপারে প্রধানমন্ত্রীর বিবেকানন্দ রকে গিয়ে ধ্যানের খবর পড়ে কটাক্ষও করলেন তিনি ৷ অন্যদিকে, রাজ্য সরকারের উন্নয়নের নামে মানুষের হাতে টাকা গুঁজে দেওয়ার রাজনীতির সমালোচনা করলেন তিনি ৷ লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের প্রশংসাও করলেন ৷ তবে, তা শুধুমাত্র রাজ্যের গরিব মহিলাদের জন্য বরাদ্দ থাকা উচিত বলে মনে করেন তিনি ৷
2015 সালের জুন মাসে সিপিআইএম ছেড়ে ছিলেন মজিদ আলি ওরফে মজিদ মাস্টার ৷ দলের সদস্যপদ পুনর্নবীকরণ করাননি ৷ ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আদর্শচ্যূত হয়েছে দল ৷ হয়তো সেই কারণেই, সিপিআইএম ও শীর্ষ নেতাদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি ৷ পরবর্তী সময়ে 2021 সালে সিপিআইএম যখন আইএসএফ-এর সঙ্গে জোট করল, তখন তাঁর মন্তব্য ছিল, "আরও একবার নিজের আদর্শকে ঝেড়ে ফেলল দল ৷" এদিন ভোট দিয়ে এসে জানালেন, "আজ 80 বছর বয়সে এসে অবসর উপভোগ করছি ৷"