কাদায় আটকে করুণ ডাক ! 700 কেজির বাচ্চাকে নতুন জীবন দিলেন বনকর্মীরা - Rhinoceros Rescue

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 11:01 PM IST

thumbnail
গণ্ডার শাবক উদ্ধারের মুহূর্ত (ইটিভি ভারত)

জলা জায়গায় কাদায় আটকে পড়েছিল এক গণ্ডার শাবক, যার ওজন প্রায় 700 কেজি ৷ সেই গণ্ডার শাবককে রীতিমতো যুদ্ধ চালিয়ে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করলেন জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা । কাদা থেকে তুলে ঘাড়ে করে পাড়ে আনলেন বনকর্মীরা । জলদাপাড়া জাতীয় উদ্যানের উত্তর রেঞ্জের শিলতোর্সা নদীর তীরবর্তী জলাবদ্ধ এলাকার ঘটনা ৷ শাবকটির আনুমানিক বয়স তিন থেকে চার বছর ৷ আঘাত পেয়ে কাদায় আটকে পড়েছিল বলে মনে করা হচ্ছে । কোনও অবস্থাতেই সেখান থেকে ওঠা তো দূর অস্ত, নড়াচড়াও করতে পারছিল না ৷ জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা রুটিন টহলদারির সময় দেখতে পায় গণ্ডারটির করুণ অবস্থা ।

এরপরই তারা তৎপরতার সঙ্গে শাবকটিকে উদ্ধার করে ৷ এই প্রচেষ্টা দেখে বনকর্মীদের ভূয়সী প্রশংসা করেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বনাধিকারিক প্রবীন কাশোয়ান । তিনি বলেন, "গণ্ডার শাবকটি কাদার মধ্যে ফেঁসে ছিল এবং অদ্ভুতভাবে ডাকছিল । বনকর্মীরা টহল দেওয়ার সময় বিষয়টি লক্ষ্য করেন । এরপর সেটিকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েন । গণ্ডারটি কীভাবে এল তা বোঝা যাচ্ছে না । এমনকি তার মাকেও দেখা যায়নি এলাকায় । তবে বনকর্মীরা যেভাবে শাবকটিকে উদ্ধার করেছেন তা প্রশংসার দাবি রাখে ৷ সেটি এখন চিকিৎসাধীন রয়েছে । চিকিৎসকদের মতে, এটির কোনও বড় গণ্ডারের দ্বারা আঘাতপ্রাপ্ত হবার সম্ভাবনা রয়েছে ৷ তাই সে দাঁড়াতে পারছে না । শাবকটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।" 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.