তিস্তার জলে ডুবল জাতীয় সড়ক, টানা বৃষ্টির জেরে কার্শিয়াং-কালিম্পংয়ে বন্যা পরিস্থিতি - Flood Situation in North Bengal

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 7:39 PM IST

thumbnail
বৃষ্টির জেরে কার্শিয়াং ও কালিম্পংয়ের অবস্থা (ইটিভি ভারত)

Waterlogged Kurseong and Kalimpong: টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি পাহাড়ে । মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে তিস্তা ৷ অন্যদিকে ভয়াবহ চেহারা নিয়েছে বালাসন নদীও । জলস্তর এতটাই বেড়ে গিয়েছে যে নদীর জল কার্শিয়াং শহরের ভিতর দিয়ে বইতে শুরু করেছে । জলের স্রোতে ভেসে যায় একের পর এক গাড়ি । একাধিক বাড়ির ভিতরে জল ঢোকার পাশাপাশি রাস্তা দিয়েও তীব্রবেগে জল বইতে থাকে । 

অন্যদিকে, একই ভয়াবহ ছবি কালিম্পংয়েও । এদিন সকাল থেকে টানা বৃষ্টির কারণে কালিম্পংয়ের সেলফিদাড়ায় 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে । তিস্তা নদীর জলস্ফীতির কারণে 10 নম্বর জাতীয় সড়কেও জল উঠে পড়ে । যার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । সম্প্রতি বাংলা সিকিমের লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে ছোট যান ও বাস চলাচল শুরু হয়েছিল । কিন্তু এদিন ফের নতুন করে ধস ও তিস্তার জল জাতীয় সড়কে উঠে পরায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.