গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, নিরাপদে উদ্ধার 14 মৎস্যজীবী - Trawler Capsizes - TRAWLER CAPSIZES

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 7:09 PM IST

Trawler Capsizes in Bay of Bengal: আবহাওয়ার উন্নতি হতেই গভীর সমুদ্রে মাছ ধরতে পাড়ি দিচ্ছে দক্ষিণ 24 পরগনার ট্রলারগুলি । রবিবার সেভাবেই মাছ ধরতে গভীর সমুদ্রে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল ট্রলার ৷ পাথর প্রতিমার এল প্লট থেকে এফবি দশভূজা নামে একটি ট্রলার  14 জন মৎস্যজীবী নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশে গিয়েছিল । পাথর প্রতিমার বাঘের চড়ের কাছে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারে পাটাতন ফুটো হয়ে তাতে জল ঢুকতে থাকে ৷ এরপরই ডুবে যায় ট্রলারটি ।

প্রাণ বাঁচানোর তাগিদে ট্রলার থেকে গভীর সমুদ্রে ঝাঁপ দেন মৎস্যজীবীরা ৷ মৎস্যজীবীদের চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসে অন্যান্য ট্রলারগুলি । তাদের সহযোগিতায় সকল মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় । এরপর 14 জন মৎস্যজীবীকে নামখানা মৎস্য বন্দরে নিয়ে আসা হয় । সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর 10 জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ চারজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.