75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 4 হাজার রাজ্য পুলিশ; নিরাপত্তায় জলপাইগুড়ি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 7:41 PM IST

Lok Sabha Polls 2024: লোকসভা নির্বাচন শুরু হতে আর বাকি মাত্র কয়েক ঘণ্টা ৷ শুক্রবার প্রথম দফার নির্বাচন ৷ বঙ্গে মোট তিনটি কেন্দ্রে ভোট ৷ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট হবে ৷ এরইমধ্যে জলপাইগুড়ি জেলায় থাকছে 75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । রাজ্য পুলিশের কর্মী থাকছেন 4 হাজার। ভোটের কাজে কোনও সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশ থাকছেন না ৷ এমনটাই জানালেন জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। 

  • জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটার 18 লক্ষ 85 হাজার 963 জন।
  • পুরুষ ভোটার 9 লক্ষ 58 হাজার 611 জন।
  • মহিলা ভোটার 9 লক্ষ 27 হাজার 339 জন।
  • তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 13 জন।
  • প্রতিবন্ধী ভোটার রয়েছেন 11 হাজার 528 জন।
  • মোট মহিলা পরিচালিত বুথের সংখ্যা 149টি। থিম বুথের সংখ্যা 13টি।
  • জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1 হাজার 904টি।
  • আলিপুরদুয়ারে মোট 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী- নির্মল রায়, বিজেপি প্রার্থী- জয়ন্ত রায় ও সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন ৷

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, "আমাদের জেলায় অফিসার ও কনষ্টেবল মিলিয়ে 4 হাজার পুলিশ থাকছে ৷ 75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। একটি বুথে দু'জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। কোনও সিভিক পুলিশকে নির্বাচনে ব্যবহার করা হচ্ছে না। সিভিক ভলান্টিয়াররা রাস্তাতেই থাকবে সাধারণ পোশাকে। কোনও জায়গায় সিভিক বা ভিলেজ পুলিশ থাকবে না। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.