আলুচাষিদের আন্দোলন বাধা, আহত এএসআই - Potato Farmers Protest - POTATO FARMERS PROTEST
🎬 Watch Now: Feature Video
Published : Aug 3, 2024, 9:07 PM IST
Potato Farmers Agitation: আন্তঃরাজ্য আলু রফতানিতে বাধা ৷ দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ কৃষকদের। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কৃষকদের ৷ আহত ধূপগুড়ি থানার এক এএসআই। আন্তঃরাজ্য আলু রফতানি চালু করতে হবে, এই দাবিতে বৃষ্টিকে উপেক্ষা করেই রাস্তায় আলু ফেলে বিক্ষোভে সামিল হন কৃষকরা ৷ শনিবার দুপুরে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে জড়ো হয়ে মিছিল করে প্রথমে চৌপথি এলাকায় রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখান কৃষকরা ৷ অবরুদ্ধ হয়ে এশিয়ান হাইওয়ে 48-সহ জাতীয় সড়ক ৷
অবরোধ আটকাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যলসন লেপচা-সহ বিরাট পুলিশ বাহিনী। অবরোধ হটাতে পুলিশের সঙ্গে কৃষকদের ধস্তাধস্তি হয়। সেখানেই আহত হন ধূপগুড়ি থানার এএসআই মৃগেন্দ্র নাথ রায় ৷ তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
বিক্ষোভকারী কৃষকদের দাবি, আলু নিয়ে ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না। রাজ্যের সীমান্তগুলিতে গাড়ি গাড়ি আলু আটকে দিচ্ছে পুলিশ। এর ফলে কৃষকদের থেকে আলু কিনছে না পাইকাররা। যার ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা ৷ বহুবার প্রশাসনকে জানিয়েও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি ৷ তাঁদের আরও দাবি, অবিলম্বে আন্তঃরাজ্য আলু রফতানির অনুমতি দিতে হবে প্রশাসনকে। না-হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।