পুজোর থিমে নিউইয়র্কের স্বামী নারায়ণ মন্দির, কোথায় রয়েছে এই প্যান্ডেল ? - DURGA PUJA PARIKRAMA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Oct 9, 2024, 7:07 PM IST
আলিপুরদুয়ারের ফালাকাটার দেশবন্ধুপাড়া সার্বজনীন পুজো কমিটির দুর্গাপুজো এবার 75তম বর্ষে ৷ মণ্ডপসজ্জায় এবার থিম ছেড়ে সাবেকিয়ানায় ফিরে এসেছেন পুজো উদ্যোক্তারা । আমেরিকার নিউইয়র্ক শহরের স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ । বাঁশ, কাপড়, ফোম ও ফাইবার দিয়ে নির্মিত হয়েছে গোটা প্যান্ডেল । সামঞ্জস্য রেখে প্রতিমা স্থান পেয়েছেন ক্লাবের প্রতিষ্ঠিত মন্দিরে । পুজোর পাশাপাশি বৃক্ষরোপণ, দুঃস্থদের বস্ত্র বিতরণ প্রভৃতি সামাজিক কার্যকলাপও করছেন ক্লাব সদস্যরা । তাদের এই মণ্ডপ দেখতে মানুষের ঢল নামবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ । এই বিষয়ে দেশবন্ধু পুজো কমিটির সম্পাদক শুভাশিস সাহা জানান, মণ্ডপ দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা ৷ পুজোর চারদিন আরও জনসমাগম হবে এই মণ্ডপ দেখতে ৷