'গাড়ি লোড করে তিনদিন লুকিয়ে রেখেছিলাম', ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন বাংলাদেশের ট্রাক চালকরা - Bangladesh Unrest

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 9:03 PM IST

thumbnail
বাংলাদেশি ট্রাক চালকদের অভিজ্ঞতা (ইটিভি ভারত)

Bangladeshi Truck Driver Shares Experience:বুধবার সকাল থেকে ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পণ্যবাহী গাড়ি পারাপার শুরু হয়েছে। সকালে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে গাড়ি রওনা দিলেও ওপার বাংলা থেকে গাড়ি দুপুর পর্যন্ত ভারতে ঢোকেনি । কাজেই আমদানি ও রফতানি নিয়ে খানিকটা উদ্বিগ্ন ছিল দু'দেশের ব্যাবসায়ীমহল । 
বিকেল নাগাদ ঢাকার নম্বর প্লেটের গাড়ি ফুলবাড়ি সীমান্ত দিয়ে জিরো পয়েন্ট পেরিয়ে ভারতে ঢুকতে শুরু করে । একের পর এক বাংলাদেশের গাড়ি লাইন দিয়ে প্রবেশ করে ভারতে । তবে নিরাপত্তা আগের থেকে অনেকটাই আঁটোসাঁটো করা হয়েছে । গাড়ি চালকদের বক্তব্য অনুযায়ী, একদিকে সেনা অন্যদিকে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীরা বাড়তি সতর্কতা অবলম্বন করছে । বাংলাদেশ থেকে মূলত খাদ্য সামগ্রী ও পাট এই সীমান্ত দিয়ে রফতানি হয় । 

ভারতে ফিরে পণ্য নামিয়ে বাংলাদেশের গাড়ি চালক হাসান বলেন, "ছাত্র সংগঠনের জেরে খানিকটা উত্তাল হয়েছিল । আমরা গাড়ি লোড করে বাড়িতে রেখেছিলাম । এক প্রকার লুকিয়ে রেখেছিলাম । এখন সেনাবাহিনী, সীমান্তরক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে । এখন ধীরে ধীরে সব শান্ত হচ্ছে । আশাকরি এখন সব ভালোই হবে ।"  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.