রবীন্দ্রনাথকে স্মরণ করে শারদোৎসব সূচনা শ্যামবাজার পল্লি সংঘে - Shyambazar Palli Sangha - SHYAMBAZAR PALLI SANGHA

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 7:04 PM IST

রাজনৈতিক নেতৃত্বের ভিড় নয়, খুঁটি পুজোর মধ্যমণি রবীন্দ্রনাথ ঠাকুর ! বিশ্বকবিকে গানে, কবিতায় স্মরণ করে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবের সূচনা করল শ্যামবাজার পল্লি সংঘ। কবি-স্মরণের মধ্য দিয়ে দুর্গা পূজোর সূচনা কলকাতায় অভিনব। সংসারের প্রতি বাবা-মায়ের বন্ধন, ফুল ও প্রজাপতি এবং মাটির সঙ্গে মানুষের বন্ধন তুলে ধরা হবে এবারের পুজোর থিমে ৷ 

বর্তমানে পারিপার্শ্বিক অবস্থাকে মাথায় রেখে রবীন্দ্রনাথকে স্মরণ করেই খুঁটি পুজো করে সূচনা হলো এবারের পুজোর। হুবহু রবীন্দ্রনাথের মতো দেখতে সোমনাথ ভদ্র উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে। সংবেদন নামে একটি বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের সংগঠন এদিন রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। 

শ্যামবাজার পল্লি সংঘের সম্পাদক সুব্রত ভট্টাচার্য বলেন, "আজকের পারিপার্শ্বিক পরিস্থিতিতে কবিগুরু খুবই প্রাসঙ্গিক। তিনি বন্ধন সুদৃঢ় করতে চেয়েছিলেন। আমরাও তাই চাই। আমাদের বিষয় ভাবনা এবার বাঁধন।" 'জীবন্ত রবীন্দ্রনাথ' নামে পরিচিত সোমনাথ ভদ্র বলেন, "শারদোৎসব এই ক্লাব আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি খুশি। এখানে রাজনীতির রং নেই। সাধারণকে নিয়ে পাড়ার সকলকে নিয়ে এই খুঁটি পুজো।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.