আঁধার কেটে যাক ! জঙ্গলমহলের পুজোর থিমে আলোক স্পর্শে দেবী দশভূজা - DURGA PUJA PARIKRAMA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2024, 9:19 PM IST

পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে যে ক'টি বড় বাজেটের পুজো হয় তার মধ্যে অন্যতম রাঙামাটি দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো । এ বছর 56তম বর্ষে তাদের থিম আলোক স্পর্শে দেবী দশভূজা । থিম এবং প্রতিমা তৈরি করতে খরচ হয়েছে প্রায় 25 লক্ষ টাকা । পুরো মণ্ডপ তৈরি করা হয়েছে বাড়ির নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত আসবাবপত্র এবং পরিবেশবান্ধব জিনিস দিয়ে । 

সন্ধ্যা হলেই আলোর বিচ্ছুরণ ঘটছে মণ্ডপ থেকে । যা দেখতে ভিড় নেমেছে দর্শনার্থীদের । এরই সঙ্গে মাটির ভাঁড় দিয়ে সাজানো হয়েছে প্রতিমা ।পুজো উদ্যোক্তারা জানান, পরিবেশবান্ধব জিনিসপত্র দিয়ে প্রতিমা ও মণ্ডপ তৈরি করা হয়েছে । থিমের নাম আলোক স্পর্শে দেবী দশভূজা রাখার কারণ বর্তমানে সমাজের অন্ধকারময় পরিস্থিতি থেকে বেরোতে মা-ই ভরসা । মায়ের কাছে একটাই প্রার্থনা আরজি কর কাণ্ডে দোষীরা উপযুক্ত শাস্তি পাক ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.