'হস্তশিল্পের দুর্গামেলা'য় সেজে উঠেছে রবীন্দ্র সরণি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো - DURGA PUJA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Oct 9, 2024, 1:56 PM IST
বাঁকুড়ার রবীন্দ্র সরণি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার 76তম বছরে পা দিল । এই বছরের থিম 'হস্তশিল্পের দুর্গামেলা' । সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরী করা হয়েছে মণ্ডপ ৷ পরিবেশবান্ধব এই মণ্ডপে ব্যবহার করা হয়েছে শুকনো ঝাউ ফল, মেহগনি ফল, ডেফল, কাউ ফল, অর্জুন ফল ও আমড়া । সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে তেঁতুল বিচ, ঘাস বিচ, বেলের খোসা, ধানের খোসা, পাটের দড়ি, পাট কাঠি, খেজুর পাতা ও পান পাতা ৷ হস্তশিল্পের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন নকশা ও শৈল্পিক চিত্র । প্রতিমা এখানে সাবেকী ৷
পুজো প্রসঙ্গে ক্লাবের সদস্য বিশ্বজিৎ চৌধুরী বলেন, "পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে এই প্যান্ডেল বানানো হয়েছে ৷ মূলত পরিবেশ রক্ষার বার্তা দিতেই আমাদের এই ভাবনা ৷ পরিবেশ বাঁচলে আমরা বেঁচে থাকবো ৷ এই সহজ বিষয়টি বোঝানোর জন্যই আমাদের এই মণ্ডপ ৷"