আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে পথে নামলেন কলকাতা কর্পোরেশনের চিকিৎসকরা - RG Kar Rape and Murder Case

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 8:31 PM IST

thumbnail
আরজি কর-কাণ্ডে পথে কলকাতা কর্পোরেশনের চিকিৎসকরা (ইটিভি ভারত)

KMC Doctors Agitation: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার পথে নামলেন কলকাতা কর্পোরেশনের চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীরা । অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার হন তাঁরা । যদিও কর্পোরেশনের চিকিৎসকরা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কর্মবিরতির পথে যাননি ।

এই বিষয়ে কলকাতা কর্পোরেশনের চিকিৎসক মানস সোম বলেন, "কর্মবিরতির পথে আমরা যাচ্ছি না । তাতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে । তবে যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের সমর্থন আছে । আজ মিছিল করে আরজি কর হাসপাতালের সামনে আন্দোলনরতদের সংহতি জানাব ।" এদিন বিচার চাই স্লোগানে তোলপাড় হয় কলকাতা কর্পোরেশন । চিকিৎসক, স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রায় 400-500 জন এই মিছিলে পা মেলান । কেন্দ্রীয় ভবনের চারদিক ঘুরে লেনিন সরণি ধরে মিছিল যায় মৌলালি মোড় । সেখান থেকে শিয়ালদা ও শ্যামবাজার হয়ে মিছিল পৌঁছয় আরজি কর হাসপাতালে । সেখানে উপস্থিত আন্দোলনকারীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বিচার চান কর্পোরেশনের চিকিৎসকরা ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.