মাধ্যমিক শুরুর আগেরদিন স্কুলের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, পুলিশে এসে বন্ধ করল মাইক - মাধ্যমিক পরীক্ষা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 7:22 PM IST

Madhyamik Examination 2024: আগামিকাল শুরু মাধ্যমিক পরীক্ষা। তার ঠিক প্রাক্কালে তারকেশ্বরে মাইক বাজিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করে বিতর্কে সুনীতি বালা সদর বালিকা বিদ্যালয়। তার জেরেই অফিসের কাজ করতে পারলেন না জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক)। স্কুল পরিদর্শকের অনুরোধে মাইকের আওয়াজ কমানো হলেও পরে পুলিশ পাঠিয়ে মাইক বাজানো বন্ধ করা হয় ।

এই প্রসঙ্গেই জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শক(মাধ্যমিক) বালিকা গোলে বলেন, "টাউন ক্লাবের মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজনে সাউন্ড অনেক জোরে বাজানো হচ্ছে । আমারও অফিসে কাজ করতে অসুবিধা হচ্ছে। আমি বিষয়টি সদর মহকুমা শাসককে জনাই। এরপরই পুলিশ এসে মাইক বন্ধ করে দেয় ৷" এদিকে সুনীতি বালা সদর বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা রিতালি ঘোষ বলেন,"এবার আমাদের স্কুলের 154 তম বর্ষ।আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। আগামিকাল মাধ্যমিক পরীক্ষা ফলে মাইক বাজানো যায় না আমরা জানি। জেলা পরিদর্শক বলার পরে আমরা সাউন্ডটা কমিয়ে দিয়েছি।" 

ঘটনা প্রসঙ্গেই জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানান, মাধ্যমিক পরীক্ষায় কোনওরকম সাউন্ড সিস্টেম বাজানো যাবে না। আমরা খবর পেলে পদক্ষেপ নেব ৷ কোনও অভিযোগ থাকলে আমাদের কন্ট্রোল রুম বা থানায় ফোন করে অভিযোগ জানানো যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.