কাঁকড়া ধরতে গিয়ে গর্তে হাত দিতেই শেষ সবকিছু! প্রাণ গেল নাবালকের - Child Death - CHILD DEATH
🎬 Watch Now: Feature Video
Published : Jun 23, 2024, 10:10 PM IST
Child Death: কাঁকড়া ধরতে গিয়ে এর আগে বহুবার বাঘের কবলে পড়ে প্রাণ গিয়েছে এলাকার বহু মানুষের ৷ কিন্তু এবার বিষধরের কামড়ে প্রাণ গেল এক নাবালকের ৷ বাড়ির পাশের জমিতে কাঁকড়া ধরতে গিয়েছিল বছর সাতেকের একটি নাবালক। কিন্তু গর্তে হাত ঢোকাতেই সব শেষ! সাপের কামড়ে মৃত্যু হল ওই নাবালকের। ঘটনাটি জয়নগরের বকুলতলার মায়া হাউরি গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা গ্রামের।
এই খেজুরতলা গ্রামের বাসিন্দা হারান নস্করের সাত বছরের ছেলে রবিবার সকালে জলাজমিতে কাঁকড়া ধরতে যায়। কাঁকড়াটি ধরার জন্য পিছু পিছু গেলে সেটি একটি গর্তে ঢুকে যায়। এরপর শিশুটি ওই কাঁকড়ার গর্তে হাত ঢুকিয়ে ধরতে গেলে এক বিষধর সাপ তাকে ছোবল মারে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তার চিৎকারে ছুটে আসে ৷ ওই নাবালককে বাড়িতে নিয়ে যাওয়ার পর পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভরতি করতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৷
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, নাবালকের মৃত্যু হয়েছে ৷ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সাপের ছোবলে নিজেদের প্রাণবন্ত শিশুর এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েছেন শিশুর মা থেকে আত্মীয় পরিজনরা। শোকের ছায়া খেজুরতলা গ্রামে।