মাদলের তালে-আদিবাসী নৃত্যে বর্ষবরণে মমতা, দেখুন ভিডিয়ো - POILA BOISHAKH 2024 - POILA BOISHAKH 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 10:00 PM IST

Nababarsha 2024: মাদলের তালে এবং আদিবাসী নৃত্যে বর্ষবরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পূর্ব পরিকল্পনা মতোই শনিবার রাতে কালীঘাটে পুজো দেন তৃণমূল নেত্রী ৷ এরপর রবিবার দুপুরে সোজা উত্তরবঙ্গে পৌঁছে যান ৷ নববর্ষের বিকেলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা গোলাই এলাকা পর্যন্ত মুখ্যমন্ত্রী পদযাত্রা করেন। 

দুপুরে তিনি আকাশ পথে টিয়াবন এলাকায় পৌঁছন। সেখান থেকে সড়কপথে মঙ্গলবাড়ি পর্যন্ত আসেন। প্রায় দেড় কিলোমিটার হাঁটলেন। নববর্ষের প্রথম দিনে পদযাত্রার সময় স্বভাববশত কোলে তুলে নেন ছোট্ট এক শিশুকে। সেখান থেকে পথ চলতে চলতে আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে নাচের তালে তাল মেলান ৷

প্রায় দেড় কিলোমিটার পথ হাটার পর চালসা গোলাই এলাকায় এসে সকলের সঙ্গে নাচের তালে মেতে ওঠেন ৷ এরপর মাদলের তালে বোলও তোলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন মুখ্যমন্ত্রীর পদযাত্রাকে কেন্দ্র করে বিপুল জনস্রোত লক্ষ্য করা যায় চালসা ময়নাগুড়িগামী জাতীয় সড়কে। 19 এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন ৷ তার আগে উত্তরবঙ্গে জন সংযোগে জোর মুখ্যমন্ত্রীর ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.