এসএসসি অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে সল্টলেকে ধুন্ধুমার - SSC Office Gherao - SSC OFFICE GHERAO

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 5:23 PM IST

DYFI-SFI Agitation in Salt Lake: বাম ছাত্র যুবদের ডাকা এসএসসি অফিস ঘেরাও অভিযানকে ঘিরে ধুন্ধুমার সল্টলেক চত্বরে । তাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সদ্য চাকরিহারারাও । মূলত, অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি চলে যাওয়ার প্রতিবাদে শনিবার এই কর্মসূচির ডাক দেয় এসএফআই ও ডিওয়াইএফআই । উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ প্রমুখ ।  

মিছিল শুরু হওয়ার পর আন্দোলনকারীদেরকে করুণাময়ীতে আটকে দেয় পুলিশ । আন্দোলনকারীদের আটকানোর জন্য ব্যারিকেট করা হয়েছিল । এছাড়াও, বিধাননগর পুলিশের বিশাল দলও কর্মীমোতায়েন করা হয়েছিল সেখানে । তবে সেই ব্যারিকেট ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বাম ছাএ-যুবরা । তখনই এসএসসি অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় সল্টলেকে ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা ৷

বাম ছাত্র যুবজের অভিযোগ, পুলিশ তাদের গায়ে হাত দিয়েছে । বেশ কিছুজনকে আটক করা হয়েছে ইতিমধ্যেই । এখন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও বর্তমানে তাদের দাবি হল, যাঁদের আটক করা হয়েছে, তাঁদের অবিলম্বে ছেড়ে দিতে হবে । তার সঙ্গে বর্তমানে এসএসসির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে কথা বলবেন আন্দোলনকারীদের দুই প্রতিনিধি । মিছিলের শুরুতেই মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "দ্রুত যোগ্যদের সসম্মানে স্কুলে ফেরাতে দাবি জানাচ্ছি আমরা ৷ আর এর দায় নিতে হবে রাজ্য সরকার, কোর্ট এবং এসএসসিকে । যারা ঘুষ দিল এবং ঘুষ নিল তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে । আমরা চাই এসএসসি 13 বছর আগে 34 বছর যেভাবে কাজ করেছে, সেই জায়গায় ফিরে আসুক । আমরা আমাদের কাজ করব, পুলিশ তাদের কাজ করুক।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.