শুঁয়োপোকার উপদ্রবে নাজেহাল, নবদ্বীপে স্থানীয়দের রাস্তা অবরোধ - Caterpillar Infestation

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 1:04 PM IST

thumbnail
পাট চাষের ফলে এলাকায় শুঁয়োপোকার উপদ্রব (ইটিভি ভারত)

Caterpillar Infestation in Nabadwip: বিঘা বিঘা পাট চাষের ফলে এলাকায় শুঁয়োপোকার বাড়বাড়ন্ত ! রান্নাঘর থেকে বাড়ির বিছানায় পর্যন্ত শুঁয়োপোকার উপদ্রব ৷ তাতে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের । এমনকী শিশুদের খাবারেও পর্যন্ত শুঁয়োপোকা ভরে যাচ্ছে । প্রায় সপ্তাহখানেক ধরে চলছে শুঁয়োপোকার উপদ্রব ৷ এতে নাজেহাল স্থানীয় বাসিন্দাদের জনজীবন । কোনও সুরাহা না হওয়ায় প্রতিবাদে নবদ্বীপে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা । অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পঞ্চায়েত প্রধান-সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধি । চাষিদের সঙ্গে বসে সমস্যার সমাধানের আশ্বাস দেন তাঁরা ৷ এরপরেই অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা । 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূলত পাটের পাতা থেকেই এই শুঁয়োপোকা মানুষের বাড়িতে বাড়িতে ছেয়ে গিয়েছে । এমনকী ভাতের হাঁড়িতেও শুঁয়োপোকা কিলবিল করছে ৷ বারংবার পাট চাষিদের বলা সত্ত্বেও পাট গাছে কীটনাশক দিচ্ছেন না । তারই প্রতিবাদ জানিয়ে নবদ্বীপ থানার চর মাছ দিয়া চরম নগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা । আগামী দু'দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বাসিন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.