শালিমার স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত চালু বাস পরিষেবা, খুশি যাত্রীরা - Shalimar to Newtown Bus Service
🎬 Watch Now: Feature Video
Published : Sep 2, 2024, 6:49 PM IST
Shalimar to Newtown Bus Service: এই প্রথমবার হাওড়ার শালিমার স্টেশন থেকে বিধাননগরের নিউটাউন পর্যন্ত শুরু হল বাস পরিষেবা । সোমবার থেকে রাজ্য সরকারের তরফ থেকে এই বাস রুটে পরিষেবা চালু হয়েছে ৷ যা প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত প্রায় আটটা পর্যন্ত চলবে । যাত্রীদের উৎসাহ দেখে আগামিদিনে এই পরিষেবার সময় বাড়ানো যেতে পারে বলেই সূত্রের খবর । আপাতত এই রুটে এখন দশটি বাস দেওয়া হয়েছে ৷ যেগুলো আপ ও ডাউন দুই রুটেই পরিষেবা দিচ্ছে । শালিমার স্টেশন ছাড়ার পর বাসটি মন্দিরতলা, রবীন্দ্র সদন, এক্সাইড, ধর্মতলা, মৌলালি, শিয়ালদা, বেলেঘাটা, চিংড়িঘাটা, কলেজ মোড় হয়ে নিউটাউন ও হাতিশালা পর্যন্ত যাতায়াত করবে ।
সরাসরি বাস চালু হওয়ায় খুশি যাত্রীরা । দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর বিভাগে একটা গুরুত্বপূর্ণ স্টেশন শালিমার । যদিও দীর্ঘদিন ধরেই শালিমার স্টেশন পর্যন্ত কোনও বাস পরিষেবা সরাসরি না-থাকায় চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল যাত্রীদের । শালিমার স্টেশনের বাইরে পার্কিং এলাকা নতুন করে তৈরি করা হয়েছে ৷ এরপর সোমবার থেকে শালিমার স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত একটি বাস রুটের বাস পরিষেবা চালু করা হল । শালিমার থেকে নিউটাউন পর্যন্ত 38 টাকা ভাড়া রয়েছে । প্রথম দিন যাত্রীদের থেকে ভালোই সাড়া পাওয়া গিয়েছে বলে জানাচ্ছেন বাসের মালিকরা ।