দেব-মিঠুন নিয়ে প্রশ্ন এড়িয়ে বোলপুরে বাংলা গানে মাতলেন অনির্বাণ - Anirban Bhattacharya song
🎬 Watch Now: Feature Video
Published : Feb 11, 2024, 3:41 PM IST
Anirban Bhattacharya in Bolpur: বোলপুরে সঙ্গীত সন্ধ্যায় গিয়ে বাংলা গানে মাতলেন গায়ক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । তবে সাংসদ দেব ও অসুস্থ মিঠুন চক্রবর্তীর প্রশ্ন এড়িয়ে গিয়ে রাজনীতি থেকে দূরেই থাকলেন তিনি ৷ এ দিনের অনুষ্ঠান সম্পর্কে তিনি বললেন, বাংলা গান ও নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে মানুষের পরিচয় ঘটানোই উদ্দেশ্য ৷ তবে, আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কোনও গান বাঁধার পরিকল্পনা নেই বলে ইটিভি ভারতকে জানান অনির্বাণ । বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এসভিএফ মিউজিক আয়োজিত মিউজিক সন্ধ্যায় শনিবার অংশ নেন গায়ক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । বাংলা গানের ডালি নিয়ে একাধিক বাংলা মিউজিক ব্যান্ডও অংশ নেয় এই অনুষ্ঠানে । অনুষ্ঠানে বোলপুর-শান্তিনিকেতনের স্থানীয় শিল্পীরাও অংশ নিয়েছিলেন ৷ নতুন শিল্পীদের উৎসাহিত করতেই এহেন উদ্যোগে বলে জানান আয়োজক সংস্থা । অনির্বাণ ভট্টাচার্য বলেন, "নতুন বাংলা গান, লোকগানকে মানুষের সঙ্গে পরিচয় ঘটাতে ও নতুন শিল্পীদের সুযোগ করে দিতে আমাদের এই অনুষ্ঠান ৷" তৃণমূল সাংসদ দেব রাজনীতি ছেড়ে দিতে চাইছেন, অনেক শিল্পী আবার রাজনীতিতে যুক্ত হচ্ছেন, ফলে শিল্পসত্ত্বা কি হারাচ্ছে ? এমন নানা রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গিয়ে অনির্বাণ ভট্টাচার্য বলেন, "আমি পরামর্শ দেওয়ার বা এই বিষয়ে কিছু বলার মতও কেউ এখনও হইনি ।"