দেব-মিঠুন নিয়ে প্রশ্ন এড়িয়ে বোলপুরে বাংলা গানে মাতলেন অনির্বাণ - Anirban Bhattacharya song

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 3:41 PM IST

Anirban Bhattacharya in Bolpur: বোলপুরে সঙ্গীত সন্ধ্যায় গিয়ে বাংলা গানে মাতলেন গায়ক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । তবে সাংসদ দেব ও অসুস্থ মিঠুন চক্রবর্তীর প্রশ্ন এড়িয়ে গিয়ে রাজনীতি থেকে দূরেই থাকলেন তিনি ৷ এ দিনের অনুষ্ঠান সম্পর্কে তিনি বললেন, বাংলা গান ও নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে মানুষের পরিচয় ঘটানোই উদ্দেশ্য ৷ তবে, আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কোনও গান বাঁধার পরিকল্পনা নেই বলে ইটিভি ভারতকে জানান অনির্বাণ । বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এসভিএফ মিউজিক আয়োজিত মিউজিক সন্ধ্যায় শনিবার অংশ নেন গায়ক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । বাংলা গানের ডালি নিয়ে একাধিক বাংলা মিউজিক ব্যান্ডও অংশ নেয় এই অনুষ্ঠানে । অনুষ্ঠানে বোলপুর-শান্তিনিকেতনের স্থানীয় শিল্পীরাও অংশ নিয়েছিলেন ৷ নতুন শিল্পীদের উৎসাহিত করতেই এহেন উদ্যোগে বলে জানান আয়োজক সংস্থা । অনির্বাণ ভট্টাচার্য বলেন, "নতুন বাংলা গান, লোকগানকে মানুষের সঙ্গে পরিচয় ঘটাতে ও নতুন শিল্পীদের সুযোগ করে দিতে আমাদের এই অনুষ্ঠান ৷" তৃণমূল সাংসদ দেব রাজনীতি ছেড়ে দিতে চাইছেন, অনেক শিল্পী আবার রাজনীতিতে যুক্ত হচ্ছেন, ফলে শিল্পসত্ত্বা কি হারাচ্ছে ? এমন নানা রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গিয়ে অনির্বাণ ভট্টাচার্য বলেন, "আমি পরামর্শ দেওয়ার বা এই বিষয়ে কিছু বলার মতও কেউ এখনও হইনি ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.