ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিজেপির ঘেরাও কর্মসূচি - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
🎬 Watch Now: Feature Video
Published : Sep 12, 2024, 8:22 PM IST
RG Kar Protest: আরজি কর মেডিক্যালের নির্যাতিতার বিচারের দাবি চেয়ে ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে উত্তেজনা এসএন ব্যানার্জি রোডে ৷ আজ, বৃহস্পতিবার ডিসি সেন্ট্রালের অফিস ঘেরাও করে বিজেপি। এই কর্মসূচিতে ছিলেন, কলকাতা উত্তরের বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, তাপস-রায়-সহ আরও একাধিক কর্মী-সমর্থকরা ৷ উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে সরব হয়েছে সারা বিশ্ব। ইতিমধ্যেই বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রী এবং নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে বেশ কিছুদিন ধরে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছে বিজেপি।
এবার তারই মধ্যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। বিজেপির কর্মী-সমর্থকদের আটকাতে ঘটনাস্থলে জমায়েত হন একাধিক পুলিশকর্মী। বিক্ষোভকারীরা যাতে এগোতে না-পারে তাই কলকাতা পুরনিগমের সামনে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়। ব্যারিকেডের উপর দাঁড়িয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এর ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁদের। প্রায় আধা ঘণ্টার চেষ্টা পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে।
উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, "আরজি কর-কাণ্ডে আমরা প্রথম থেকেই নির্যাতিতার বিচারের দাবি করে আসছি। পুলিশের মদতে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। তাই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের পদত্যাগ চাইছি ৷"