রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে অগ্নিমিত্রা-জিতেন্দ্রর শোভাযাত্রা - রাম মন্দির
🎬 Watch Now: Feature Video
Published : Jan 22, 2024, 5:05 PM IST
Procession in Asansol: একদিকে যখন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে তখন আসানসোলে দু’টি পৃথক শোভাযাত্রা করলেন বিধায়ক অগ্নিমিত্রা পল এবং প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। সোমবার বার্নপুর বারি ময়দান সংলগ্ন এলাকার একটি শোভাযাত্রায় অংশ নেন অগ্নিমিত্রা । করতালি দিয়ে খঞ্জনী বাজিয়ে কীর্তন গাইতেও দেখা গিয়েছে বিজেপি নেত্রীকে ৷
অন্যদিকে এদিন উত্তর আসানসোলে বিরাট শোভাযাত্রা করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । এদিন ডিজে, তাসা পার্টি ও ব্যান্ড বাজিয়ে আসানসোলে শোভাযাত্রা করেন জিতেন্দ্র । এই শোভাযাত্রা মিছিল প্রসঙ্গেই বিজেপি নেতা বলেন, "ভারতের বিশ্বগুরু হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজ গোটা পৃথিবীজুড়ে রাম নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছে । এটাই ভারতের বিশ্বগুরু হওয়ার ইঙ্গিত । আমাদের যারা সঙ্গে আছেন এবং যারা আমাদের অপছন্দ করেন ভগবান রাম সবারই ভালো করুন ।" তবে এদিন কোনওরকমের রাজনৈতিক মন্তব্য করতে চাননি তিনি ।