অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, রাস্তায় নামল বিজেপি - BJP AGITATION - BJP AGITATION
🎬 Watch Now: Feature Video
Published : Aug 4, 2024, 4:05 PM IST
BJP Takes out Rally at Durgapur: রাজ্য সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে বিজেপি। সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ রাজ্য সরকার। সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে গরিব আর মধ্যবিত্তকে । এই অভিযোগ তুলে রবিবার সকালেই দুর্গাপুরের মুচিপাড়ার সবজি বাজারে প্রতিবাদে সরব হলেন বিজেপির কর্মী-সমর্থকরা।
গলায় সবজির মালা আর সাইনবোর্ড ঝুলিয়ে প্রতিবাদ করেন তাঁরা। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "দাম বাড়ায় সবজি আর পাতে পড়ছে না ৷ সবজিকে এখন গলায় মালা করে পরতে হচ্ছে। মজুতদারদের দাপটেই এমন অবস্থা। কিন্তু রাজ্য সরকার দাম কমাতে পারছে না। তারই প্রতিবাদে আজকে আমরা সবজির মালা পরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা তুলে ধরেছি। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।" বিজেপিকে পালটা কটাক্ষ করে তৃণমূল নেতারা বলছেন, " ওরা নিজেরাই সাইনবোর্ড হয়ে গিয়েছে। এখন আবার সাইনবোর্ড পরে নাটক করছে।"