বিষাদের সুরে সিঁদুর খেলা দুর্গাপুরের বনেদিবাড়ি থেকে বারোয়ারি পুজোয়
🎬 Watch Now: Feature Video
Published : Oct 12, 2024, 8:42 PM IST
দশমী মানে মায়ের বিদায়। আর তার সঙ্গেই আসে মনখারাপের পালা। আকাশে-বাতাসে আজ বিষাদের সুর। আবার দীর্ঘ এক বছরের অপেক্ষা শুরু। দুর্গোৎসব মানে বনেদিবাড়ি থেকে বারোয়ারি পুজোয় কয়েকটা দিন মহানন্দে পরিবার, আত্মীয়, পরিজনদের নিয়ে কাটানো । কবজি ডুবিয়ে ভালো মন্দ খাওয়া। এরপর শনিবার সকাল থেকেই বিষাদের সুর। সকালেই নির্ঘণ্ট অনুসারে চণ্ডীমন্ত্র উচ্চারণ করে দশমী পুজো সম্পন্ন হওয়ার পর নবপত্রিকা বিসর্জনের তোড়জোড় শুরু হয়।
দুর্গাপুরের প্রায় 300 বছরের পুরনো চট্টোপাধ্যায় পরিবারে দুর্গাপুজোয় দশমীতে পালকি নিয়ে ঘট বিসর্জন হল ৷ সঙ্গে বাড়ির মহিলারা লালপাড়-সাদা শাড়ি পরে মানানসই সেজে পুকুরে ঘট বিসর্জন দিয়ে সিঁদুর খেলায় মেতে উঠলেন ৷ একই ছবি দেখা গেল দুর্গাপুরের প্রাচীন আমরাই গ্রামের বাবুবাড়িতেও।
দুর্গাপুরের বহু বারোয়ারি পুজোতেও ভাসান শুরু হয়ে গেল। কোথাও কোথাও আগামী 14 অক্টোবর কার্নিভাল পর্যন্ত প্রতিমা রাখতে হলেও আজ কিন্তু নিয়মমেনে সেইসব মণ্ডপের ঘট বিসর্জন হয়। মন্দির থেকে মণ্ডপ সর্বত্রই বিষাদের ঘনঘটা। আবার অপেক্ষা একটি বছর।