আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব বহরমপুর - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/25-08-2024/640-480-22293136-thumbnail-16x9-murshidabad.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Aug 25, 2024, 7:03 PM IST
তুলির টানে ফুটে উঠল প্রতিবাদের ভাষা । চিত্র শিল্পীদের দাবি ছবিই দলিল হয়ে থাকবে । গান, কবিতা, কথায় উচ্চারিত হল আরজি করে নির্যাতিতার বিচারের আর্ত আহ্বান। অভিনব প্রতিবাদের ভাষায় পথ চলতি হাজার হাজার মানুষ থমকে দাঁড়ালেন। অনেকে গানে গলাও মেলালেন । বহরমপুরের শতাধিক শিল্পী শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত আরজি করের বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানালেন এভাবেই। চিত্র শিল্পী মহম্মদ মিজানুল হক বলেন, "আমরাতো অন্যভাবে প্রতিবাদ করতে পারিনা। তাই গান, কবিতা, ছবি এঁকে প্রতিবাদ জানালাম । এই প্রতিবাদের ভাষাই দলিল হয়ে থাকবে ।"
9 অগষ্ট আরজি করে ঘটে যাওয়া নির্মম ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। এমনকী ঘটনার প্রতিবাদের আওয়াজ উঠেছে বিদেশের মাটিতে । বাংলায় ছাত্র, শিক্ষক থেকে শুরু করে আইনজীবী, সাহিত্যিক, চিকিৎসক পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলিও সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে । একই ঘটনায় বিভিন্ন মহল থেকে আলাদা আলাদা প্রতিবাদের ঝড় উঠলেও সবার একটাই দাবি, 'উই ওয়ান্ট জাস্টিস' । অপরাধী বা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।