চতুর্থীতে দর্শনার্থীদের ভিড় বেহালায়, ইটিভি ভারতে দেখুন পুজো পরিক্রমা - DURGA PUJA PARIKRAMA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 8:21 AM IST

Updated : Oct 8, 2024, 11:08 AM IST

আজ পঞ্চমী ৷ তবে চতুর্থী থেকেই বাংলাজুড়ে শুরু হয়ে গিয়েছে শারদোৎসব। কলকাতার বেশিরভাগ পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। ইটিভি ভারত পুজো পরিক্রমায় বেহালা নতুন দল ও বড়িশা ক্লাব, বেহালা ৷ এবার বেহালা নতুন দলের থিম 'কল্পনা'। পুজোর হাত ধরেই এক অন্য রকম নজির গড়েছে তারা। ভারত এবং আয়ারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের 75 বছরে পদার্পণ ৷ সেই সম্পর্ক আরও দৃঢ় করতেই দুই দেশের শিল্পীরা যৌথভাবে তৈরি করেন মণ্ডপ ও  প্রতিমা। বেহালার অন্যতম পুজো নতুন দল এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। 

মণ্ডপে কঠিন কংক্রিটের মাঝে একটুখানি সবুজের ছোঁয়া যেন অ্যালিস-এর মতো সকলকে নিয়ে গেল খরগোশের গর্তের স্বপ্নরাজ্যের দেশে ৷ সমগ্র পরিকল্পনায় ও রূপায়নে সঞ্জীব সাহা ৷ প্রতিমা শিল্পী অরিঘ্ন সাহা ৷ শৈল্পিক সহযোগিতায়-ম্যাকনাস (আয়ারল্যান্ড)-এর শিল্পীবৃন্দ, আলোক নির্দেশনা প্রবাল বসু ৷ দর্শনার্থীরা জানাচ্ছেন, বৃষ্টির পূর্বাভাসের কথা জানতে পেরেই বিকেল বিকেল বেরিয়ে পড়েছেন প্রতিমা দর্শনে ৷ পাশাপাশি আরও বেশকিছু জায়গায় মণ্ডপ দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে ৷ 

এদিকে পাশাপাশি বড়িশা ক্লাব, বেহালার থিম 'বসতি' ৷ যা দেখার জন্য ভিড় জমেছে দর্শনার্থীদের। পুজো মণ্ডপ থেকে প্রতিমা সমস্তকিছু দৃশ্যবন্দি হল ইটিভি ভারতের ক্যামেরায় ৷ 

Last Updated : Oct 8, 2024, 11:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.