শান্তির ভোট পেট্রাপোল সীমান্তে, রইল ইটিভি ভারতের বিশেষ প্রতিবেদন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 9:26 PM IST

Bangaon Petrapole Border: বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের ওপর পঞ্চম দফা কাটল শান্তিপূর্ণভাবে ৷ বাংলার সাতটি কেন্দ্রে আজ ভোটগ্রহণ ছিল, বনগাঁ, ব্যারাকপুর, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া ও হুগলি কেন্দ্রে ৷ আর বনগাঁ লোকসভা আসনের মধ্য়ে পড়ে বাংলাদেশের সঙ্গে ভারতের অন্যতম যোগাযোগ মাধ্য়ম পেট্রাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ৷ মূলত ভোটের কারণে এই যোগাযোগ মাধ্যম আজ বন্ধ ছিল ৷ আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয় দেওয়া হয়েছিল, ভোটের কারণে পেট্রাপোল সীমান্ত তিনদিন বন্ধ থাকবে ৷ শুধু পণ্য যাতায়াত নয়, বৈধ উপায়ে পাশপোর্টের মাধ্য়মে দুই দেশের নাগরিকদের মধ্যে যাতায়াতও বন্ধ ছিল ৷ 

সেকারণেই আজ ভোটের দিন পেট্রাপোল সীমান্ত ছিল জনমানব শূন্য ৷ গাড়ির লম্বা লাইন আজ ছিল না ৷ ছিল না সাধারণের যাতায়াতও ৷ এমনকী কাজের জন্য সীমান্ত এলাকার মানুষরা অফিস বন্ধ থাকার জন্য তাঁরাও এদিন আসেননি ৷ যথারীতি বিএসএফের নজর ছিল অন্য়ান্য দিনের মতো ৷ মূল পেট্রাপোল সীমান্ত থেকে হাফ কিলোমিটারের মধ্যে ছিল প্রথম বুথ ৷ সেখানেও নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে ৷ সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে ভোট মিটেছে এদিন ৷ সীমান্ত শহরের বিভিন্ন প্রান্তের মানুষদের লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে ৷ বনগাঁর দুই প্রধান প্রতিদ্বন্দ্বী শান্তনু ঠাকুর ও বিশ্বজিৎ দাস দু'জনেই জেতার ব্যাপারে আশাবাদী ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.