হড়পার জলে ভেসে গেল বাঁশের সাঁকো ! ভাইরাল ভিডিয়ো - Bamboo Bridge Floats Away

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 10:11 PM IST

thumbnail
ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো ভেসে যাওয়ার ভাইরাল ভিডিয়ো (ইটিভি ভারত)

Jhumi River Bamboo Bridge Floats Away Viral Video: টানা বৃষ্টিতে ঝুমি নদীতে জল বেড়েছে ৷ সেই হড়পার জলে ভেসে গেল হুগলি ও ঘাটালের যোগাযোগের অন্যতম মাধ্যম বাঁশের সাঁকো । সমস্যায় হাজার হাজার গ্রামবাসী । সাঁকো ভেসে যাওয়ার মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে হড়পা জলের তোড়ে কীভাবে তলিয়ে গেল ঝুমি নদীর উপর তৈরি বাঁশের সাঁকো ।

প্রতিদিন পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই সাঁকো দিয়ে । এক কথায় বলা যায় হুগলির সঙ্গে মূল যোগাযোগের মাধ্যম ছিল এই বাঁশের সাঁকো । এটি ভেঙে যাওয়ার ফলে দুই জেলার মানুষের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন ৷ এই নদীর উপর মোট 7টি বাঁশের সাঁকো রয়েছে । ঝুমি নদীর জল বাড়তে থাকায় বাকি সাঁকোগুলিও ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ৷ এখন এপার থেকে ওপার কীভাবে যাতায়াত হবে তাই নিয়ে চিন্তায় গ্রামবাসীরা ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.