‘রানিমা’ অমৃতা রায়ের সমর্থনে কৃষ্ণনগরে 'শাহি' রোড শো, দেখুন সরাসরি... - Amit Shah in Bengal - AMIT SHAH IN BENGAL
🎬 Watch Now: Feature Video
Published : May 6, 2024, 12:32 PM IST
|Updated : May 6, 2024, 1:06 PM IST
লোকসভা নির্বাচনের প্রচারে ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফায় ৪ কেন্দ্রে ভোট৷ তার আগে অর্থাৎ সোমবার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে রোড শো করছেন স্বরাষ্টমন্ত্রী৷ কৃষ্ণনগরের সদর মোড় থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস পর্যন্ত রোড শো করছেন শাহ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর লড়াই তৃণমূলের বিদায়ী সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে ৷ এবার তাঁর বিরুদ্ধে কৃষ্ণনগরের 'রানিমা'-কে প্রার্থী করেছে বিজেপি ৷ এর আগে কৃষ্ণনগরে শাহের কর্মসূচি থাকলেও গত বৃহস্পতিবার তা বাতিল হয়ে যায়। বর্ধমানের সভা করেই চলে যান স্বরাষ্টমন্ত্রী ৷ এখানে রোড শোয়ের পর বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরের তিলক ময়দানে সভা করবেন তিনি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর লড়াই তৃণমূলের বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদের বিরুদ্ধে ৷
Last Updated : May 6, 2024, 1:06 PM IST