খড়গপুরের পুজোয় উঠে এল একটুকরো কেরল, দেখুন ভিডিয়োয় - DURGA PUJA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Oct 10, 2024, 4:15 PM IST
কেরলের প্রকৃতির সৌন্দর্য পেতে চলে আসুন খড়গপুর প্রেম বাজারে ! 65তম বর্ষে 22 লক্ষ টাকা খরচ করে এক টুকরো কেরল তুলে ধরল তারা ৷ গতবছর রাজস্থানি ঘরানা করে নজর কেড়েছিল রেল শহর খড়গপুরের প্রেম বাজার দুর্গোৎসব কমিটি। ঠিক এভাবেই রাজস্থানের পর এবার কেরলের দিকে নজর দিল তারা। কারুকার্য দিয়ে এবং প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে তৈরি করল আস্ত কেরল !
মূলত কেরলের প্রাকৃতিক পরিবেশ, সামাজিক চিত্র আচার-আচরণ মানুষের ব্যবহার পুজো কমিটির মণ্ডপে তুলে ধরা হয়েছে ৷ দীর্ঘ আড়াই মাস ধরে একটু একটু করে ফুটিয়ে তুলেছে দক্ষিণী ওই রাজ্যের অংশবিশেষ ৷ এখানে এলেই কেরলের সম্পূর্ণ দৃশ্যই পাবেন জেলা ও রাজ্যের মানুষ। ইতিমধ্যে লাইন দিয়ে ভিড় করে দেখছেন দর্শকরা। পাশাপাশি পুজোর ক'টা দিন থাকছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক।
এবিষয়ে পুজো কমিটির উদ্যোক্তারা বলেন, "প্রতি বছরই নতুন থিমের মোড়কে থাকে এই প্রেম বাজার দুর্গোৎসব কমিটি। এবছরও তার ব্যতিক্রম নয়।এক সময় আমরা রাজস্থানি ঘরানা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। এবারে কেরলকে তুলে ধরেছি।"