ETV Bharat / travel

কোলাহল থেকে দূরে, পুজোর ছুটিতে আসুন ঘুরে ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রামে - Kolakham Tour Details - KOLAKHAM TOUR DETAILS

North Bengal Tourism Kolakham: পুজো হোক বা অন্য সময়, পাহাড়ে অফবিট জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে ঘুরে আসতে পারেন কোলাখাম ৷ পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রাম আপনাকে তার অপার সৌন্দর্যতায় মুগ্ধ করবে ৷

Kalimpong Tourism Kolakham
কালিম্পংয়ের গ্রাম কোলাখামের সৌন্দর্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 12:55 PM IST

কালিম্পং, 24 অগস্ট: পুজোর ছুটিতে অনেকেই ঘুরতে যান ৷ তার কয়েকমাস আগে থাকতেই শুরু হয়ে যায় প্ল্যানিং ৷ একটু নিরিবিলিতে ঘুরতে পছন্দ করা মানুষদের বেরানোর তালিকায় প্রথম থাকে পাহাড় ৷ তবে এবার দার্জিলিং নয়, এবার আপনার বেড়ানোর তালিকায় রাখতে পারেন কোলাখাম ।

কোলাখামে দেখার জিনিস :

পাহাড়ি নির্জনতায় এক অপূর্ব গ্রাম হল কালিম্পংয়ের কোলাখাম । মনের শান্তি প্রাণের আরাম । ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, চঞ্চল ঝর্ণা, সবুজে ঢাকা পাহাড়, পাখির কলতান, কুয়াশা-মেঘের লুকোচুরির পাশাপাশি অপার সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়ে যাবে যে কেউ । তাই এবার পুজোর ছুটিতে গন্তব্য হোক কোলাখাম । কালিম্পং পাহাড়ের এই গ্রামকে অপূর্ব বললেও কম বলা হয় । তবে কোলাখামের মূল আকর্ষণ হল ছাঙ্গে জলপ্রপাত ।

Kolakham Changey Waterfall
কোলাখামের ছাঙ্গে জলপ্রপাত (ইটিভি ভারত)

যাতায়াতের রাস্তা ও খরচ :

লাভা থেকে 10 কিলোমিটার আর পেডং থেকে কোলাখাম প্রায় 40 কিলোমিটার । এনজেপি থেকেও যেতে পারেন ৷ সেখান থেকে কোলাখামের দূরত্ব প্রায় 105 কিলোমিটার । এনজেপি থেকে টানা গাড়িতেও পৌঁছে যেতে পারেন । যাওয়ার পথে যা দেখবেন সেটাও সারাজীবনের সঙ্গী হয়ে থাকবে । নেওড়াভ্যালি জাতীয় উদ্যান এলাকায় অবস্থিত কোলাখাম গ্রাম । রয়েছে ট্রেকিংয়ের রাস্তা । এনজেপি রেলস্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি রিজার্ভ করে যেতে খরচ পড়বে প্রায় সাত থেকে আট হাজার টাকা । তবে ব্রেক জার্নি করেও যেতে পারেন । সেক্ষেত্রে আগে কালিম্পং, সেখান থেকে আবার গাড়ি রিজার্ভ করে কোলাখাম যেতে হবে । দুটো ক্ষেত্রেই খরচ প্রায় একই ।

থাকা ও খাওয়ার ব্যবস্থা :

কোলাখামে থাকার সু-ব্যবস্থা রয়েছে । বেশ কয়েকটি ভালো হোটেল তৈরি হয়েছে । সেখানে থাকতে মাথাপিছু খরচ হবে 2500 টাকা । এছাড়াও রয়েছে অনেক হোম স্টে । সেগুলোতে থাকতে খরচ হবে মাথাপিছু 1600 টাকা থেকে 1800 টাকা । সঙ্গে মিলবে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার । বারবিকিউয়ের ব্যবস্থাও রয়েছে ৷ তবে তার জন্য আলাদা খরচ গুণতে হবে ।

কালিম্পং, 24 অগস্ট: পুজোর ছুটিতে অনেকেই ঘুরতে যান ৷ তার কয়েকমাস আগে থাকতেই শুরু হয়ে যায় প্ল্যানিং ৷ একটু নিরিবিলিতে ঘুরতে পছন্দ করা মানুষদের বেরানোর তালিকায় প্রথম থাকে পাহাড় ৷ তবে এবার দার্জিলিং নয়, এবার আপনার বেড়ানোর তালিকায় রাখতে পারেন কোলাখাম ।

কোলাখামে দেখার জিনিস :

পাহাড়ি নির্জনতায় এক অপূর্ব গ্রাম হল কালিম্পংয়ের কোলাখাম । মনের শান্তি প্রাণের আরাম । ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, চঞ্চল ঝর্ণা, সবুজে ঢাকা পাহাড়, পাখির কলতান, কুয়াশা-মেঘের লুকোচুরির পাশাপাশি অপার সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়ে যাবে যে কেউ । তাই এবার পুজোর ছুটিতে গন্তব্য হোক কোলাখাম । কালিম্পং পাহাড়ের এই গ্রামকে অপূর্ব বললেও কম বলা হয় । তবে কোলাখামের মূল আকর্ষণ হল ছাঙ্গে জলপ্রপাত ।

Kolakham Changey Waterfall
কোলাখামের ছাঙ্গে জলপ্রপাত (ইটিভি ভারত)

যাতায়াতের রাস্তা ও খরচ :

লাভা থেকে 10 কিলোমিটার আর পেডং থেকে কোলাখাম প্রায় 40 কিলোমিটার । এনজেপি থেকেও যেতে পারেন ৷ সেখান থেকে কোলাখামের দূরত্ব প্রায় 105 কিলোমিটার । এনজেপি থেকে টানা গাড়িতেও পৌঁছে যেতে পারেন । যাওয়ার পথে যা দেখবেন সেটাও সারাজীবনের সঙ্গী হয়ে থাকবে । নেওড়াভ্যালি জাতীয় উদ্যান এলাকায় অবস্থিত কোলাখাম গ্রাম । রয়েছে ট্রেকিংয়ের রাস্তা । এনজেপি রেলস্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি রিজার্ভ করে যেতে খরচ পড়বে প্রায় সাত থেকে আট হাজার টাকা । তবে ব্রেক জার্নি করেও যেতে পারেন । সেক্ষেত্রে আগে কালিম্পং, সেখান থেকে আবার গাড়ি রিজার্ভ করে কোলাখাম যেতে হবে । দুটো ক্ষেত্রেই খরচ প্রায় একই ।

থাকা ও খাওয়ার ব্যবস্থা :

কোলাখামে থাকার সু-ব্যবস্থা রয়েছে । বেশ কয়েকটি ভালো হোটেল তৈরি হয়েছে । সেখানে থাকতে মাথাপিছু খরচ হবে 2500 টাকা । এছাড়াও রয়েছে অনেক হোম স্টে । সেগুলোতে থাকতে খরচ হবে মাথাপিছু 1600 টাকা থেকে 1800 টাকা । সঙ্গে মিলবে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার । বারবিকিউয়ের ব্যবস্থাও রয়েছে ৷ তবে তার জন্য আলাদা খরচ গুণতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.