ETV Bharat / technology

বন্ধ হল জোম্যাটোর 'লিজেন্ডস' পরিষেবা, জানালেন সংস্থার সিইও - ZOMATO LEGENDS SERVICE SHUTS DOWN - ZOMATO LEGENDS SERVICE SHUTS DOWN

Zomato has officially shut down its 'Legends' service: মাত্র দু‘বছর আগে চালু হওয়া জোম্যাটোর 'লিজেন্ডস' পরিষেবা বন্ধ হল ৷ শুক্রবার সংস্থার সিইও দীপিন্দর গোয়েল এক্স হ্যন্ডেলে টুইট করে এমনটাই জানিয়েছেন ৷ কী কারণে এই ব্যবসা বন্ধের সিদ্ধান্ত ?

Zomato Service Shuts Down
বন্ধ হতে চলেছে জোম্যাটোর 'লেজেন্ডস' পরিষেবা (গেটি ইমেজ)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 24, 2024, 8:01 AM IST

হায়দরাবাদ, 24 অগস্ট: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা Zomato বন্ধ করে দিল তাদের 'লিজেন্ডস' পরিষেবা ৷ মাত্র দু'বছর আগে এই পরিষেবা চালু করেছিল জোম্যাটো ৷ এই পরিষেবার মাধ্যমে ভারতের বিভিন্ন শহরের নামীদামি খাবার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হত ৷ চলতি বছরের শুরুর দিকে সাময়িকভাবে এই পরিষেবা বন্ধ রাখা হয় ৷ কিন্তু, শুক্রবার থেকে এই পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা জানান সংস্থার সিইও দীপিন্দর গোয়েল ৷

'লিজেন্ডস' পরিষেবা কী ?

এই পরিষেবার মাধ্যমে দেশের বিভিন্ন শহরের নামীদামি খাবার এক শহর থেকে অন্য শহরে 24 ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হত ৷ এ ৷ Zomato 'লিজেন্ডস' পরিষেবাকে সফল করার চেষ্টা অনেক দিন থেকে করছিল ৷ কিন্তু গ্রাহকদের চাহিদা মেটাতে না-পারার কারণে এই পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ Zomato 2021 সালে Legends পরিষেবা চালু করেছিল, যার লক্ষ্য ছিল সারা দেশের গ্রাহকদের কাছে স্থানীয় খাবারের পাশাপাশি অন্য শহরের ভালো খাবারও 24 ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া ৷

উদাহরণস্বরূপ, এই পরিষেবার মাধ্যমে দিল্লিতে বসবাসকারী কোনও ব্যক্তি কলকাতার নামী কোনও রেস্তোরাঁ থেকে মাছের ঝোল অর্ডার করতে পারতেন ৷ চলতি বছরের এপ্রিল মাসে এটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, তারপরে Zomato গত মাসে 'ইন্টারসিটি লিজেন্ডস' পরিষেবা পুনরায় চালু করেছে ৷ প্রতিটি ডেলিভারি আগের থেকে আরও লাভজনক করতে কোম্পানি ন্যূনতম অর্ডার মান বাড়িয়ে 5,000 টাকা করেছে ৷ তারপরও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷

কোম্পানির সিইও কী বলেছেন ?

Zomato CEO দীপিন্দর গোয়েল সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে এই 'লিজেন্ডস' পরিষেবা বন্ধের কথা জানান ৷ তিনি লিখেছেন যে "দুই বছরের প্রচেষ্টা এবং পণ্য-বাজারে সঠিকমানের খাবারের অভাবে কারণে আমরা অবিলম্বে 'লেজেন্ডস' পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।" Zomato Legends পরিষেবা গ্রাহকদের একটি দূরবর্তী শহর থেকে একটি আইটেম অর্ডার করার সুবিধা দিয়েছে ৷

হায়দরাবাদ, 24 অগস্ট: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা Zomato বন্ধ করে দিল তাদের 'লিজেন্ডস' পরিষেবা ৷ মাত্র দু'বছর আগে এই পরিষেবা চালু করেছিল জোম্যাটো ৷ এই পরিষেবার মাধ্যমে ভারতের বিভিন্ন শহরের নামীদামি খাবার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হত ৷ চলতি বছরের শুরুর দিকে সাময়িকভাবে এই পরিষেবা বন্ধ রাখা হয় ৷ কিন্তু, শুক্রবার থেকে এই পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা জানান সংস্থার সিইও দীপিন্দর গোয়েল ৷

'লিজেন্ডস' পরিষেবা কী ?

এই পরিষেবার মাধ্যমে দেশের বিভিন্ন শহরের নামীদামি খাবার এক শহর থেকে অন্য শহরে 24 ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হত ৷ এ ৷ Zomato 'লিজেন্ডস' পরিষেবাকে সফল করার চেষ্টা অনেক দিন থেকে করছিল ৷ কিন্তু গ্রাহকদের চাহিদা মেটাতে না-পারার কারণে এই পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ Zomato 2021 সালে Legends পরিষেবা চালু করেছিল, যার লক্ষ্য ছিল সারা দেশের গ্রাহকদের কাছে স্থানীয় খাবারের পাশাপাশি অন্য শহরের ভালো খাবারও 24 ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া ৷

উদাহরণস্বরূপ, এই পরিষেবার মাধ্যমে দিল্লিতে বসবাসকারী কোনও ব্যক্তি কলকাতার নামী কোনও রেস্তোরাঁ থেকে মাছের ঝোল অর্ডার করতে পারতেন ৷ চলতি বছরের এপ্রিল মাসে এটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, তারপরে Zomato গত মাসে 'ইন্টারসিটি লিজেন্ডস' পরিষেবা পুনরায় চালু করেছে ৷ প্রতিটি ডেলিভারি আগের থেকে আরও লাভজনক করতে কোম্পানি ন্যূনতম অর্ডার মান বাড়িয়ে 5,000 টাকা করেছে ৷ তারপরও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷

কোম্পানির সিইও কী বলেছেন ?

Zomato CEO দীপিন্দর গোয়েল সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে এই 'লিজেন্ডস' পরিষেবা বন্ধের কথা জানান ৷ তিনি লিখেছেন যে "দুই বছরের প্রচেষ্টা এবং পণ্য-বাজারে সঠিকমানের খাবারের অভাবে কারণে আমরা অবিলম্বে 'লেজেন্ডস' পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।" Zomato Legends পরিষেবা গ্রাহকদের একটি দূরবর্তী শহর থেকে একটি আইটেম অর্ডার করার সুবিধা দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.