ETV Bharat / technology

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড - WHATSAPP NEW FEATURES

WhatsApp-এ ভিডিয়ো কলের জন্য চালু করা হয়েছে লো লাইট মোড ৷ কিভাবে এই ফিচার ব্যবহার করতে হবে রইল বিস্তারিত ৷

Whatsapp New Features
হোয়াটসঅ্যাপে ভিডিও কলের জন্য 'লো লাইট মোড' (VIDEO CALL service WHATSAPP)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 16, 2024, 6:04 PM IST

হায়দরাবাদ: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের যোগ হল আরও এক নতুন ফিচার ৷ চলতি মাসের শুরুতেই ভিডিয়ো কলের জন্য নতুন ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি নতুন টাচ আপ এবং কম আলোর বিকল্পগুলি ফিচারের কথা ঘোষণা করেছিল। এবার যুক্ত হল নতুন লো লাইট মোড ৷ এবার থেকে ভিডিয়ো কলের সময় কম আলোতেো ব্যবহারকারীরা ভালোভাবে কথা বলতে পারবেন ৷

মাত্র 2 হাজার টাকাতে বুকিং করা যাবে স্যামসাং-এর স্মার্ট রিং

একটি ব্লগ পোস্টে, হোয়াটসঅ্যাপের তরফে জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে টাচ আপ-সহ লো লাইট মোডেও ব্যবহারকারীদের স্বাভাবিকভাবেই তাদের চারপাশের সৌন্দর্য এবং উজ্জ্বলতা বাড়াতে পারবেন ৷ এর ফলে ভিডিয়ো কল আরও প্রাণবন্ত হবে। এবার দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার কিভাবে ব্যবহার করবেন ৷

কীভাবে লো লাইট মোড কাজ করে
নতুন লো লাইট মোডে যখন WhatsApp-এ ভিডিয়ো কল করার সময়ে একটি বাল্বের চিহ্ন দেখা যাবে ৷ সেটি ট্যাপ করেলই এফেক্ট শুরু হবে লো লাউট মোডের ৷ এই বৈশিষ্ট্যটি সম্পর্কে বিস্তারিত জানতে নীচে দেওয়া টিপস অনুসরণ করুন ৷

  • হোয়াটসঅ্যাপ খুলতে হবে
  • পছন্দ মতো ব্যক্তিকে ভিডিয়ো কল করতে হবে
  • এরপর উপরের ডানদিকে কোণায় বাল্বের মতো লোগোতে আলতো চাপ দিতে হবে
  • ভিডিয়ো কলের সময় কম আলো মোড বন্ধ করতে, বাল্বের লোগোতে ট্যাপ করলে সেটি নিষ্ক্রিয় হয়ে যাবে

WhatsApp ভিডিও কলের অন্যান্য বৈশিষ্ট্য

বর্তমানে হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল চলাকালীন ব্যবহারকারী ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে বা ফিল্টার যোগ করতে পারেন। ফিল্টারগুলি যোগ করা উদ্দেশ্য হল ব্যবহারকারীরা যাতে আরও ভালোভাবে ভিডিয়ো কলের অভিজ্ঞতা পেতে পারেন ৷ নতুন ফিল্টার যোগ করার ফলে ভিডিয়ো কলে শৈল্পিকতার সৃষ্টি হবে। ব্যবহারকারী চারপাশকে ব্যক্তিগত রাখতে সাহায্য করবে নতুন ফিচার ৷ হোয়াটসঅ্যাপ ফিল্টারের মাধ্যমে ব্যকগ্রাউন্ডকে কফি শপ, বসার ঘরের পরিবেশ, সমুদ্র সৈকতের পরিবেশ তৈরি করা যাবে কৃত্রিম ভাবে ৷

অনিচ্ছা সত্ত্বেও দেখতে হবে ইউটিউবের বিজ্ঞাপন

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলে এখন 10টি ফিল্টার এবং 10টি ব্যাকগ্রাউন্ড রয়েছে ৷ ফিল্টার বিকল্পগুলির মধ্যে রয়েছে ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশে, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ড বিকল্পগুলির মধ্যে রয়েছে ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবলস, ফুডি, স্মুশ, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট। উল্লেখযোগ্যভাবে, এই সমস্ত ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড 1:1 এবং গ্রুপ ভিডিয়ো কল উভয়ের ক্ষেত্রেই কাজ করবে ৷ এছড়াও টাচআপ অপশন যুক্ত হয়েছে ৷

সেভিংস অ্যাকাউন্ট ও একাধিক আর্থিক পরিষেবার সুবিধা এবার Jio Finance অ্যাপে

হায়দরাবাদ: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের যোগ হল আরও এক নতুন ফিচার ৷ চলতি মাসের শুরুতেই ভিডিয়ো কলের জন্য নতুন ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি নতুন টাচ আপ এবং কম আলোর বিকল্পগুলি ফিচারের কথা ঘোষণা করেছিল। এবার যুক্ত হল নতুন লো লাইট মোড ৷ এবার থেকে ভিডিয়ো কলের সময় কম আলোতেো ব্যবহারকারীরা ভালোভাবে কথা বলতে পারবেন ৷

মাত্র 2 হাজার টাকাতে বুকিং করা যাবে স্যামসাং-এর স্মার্ট রিং

একটি ব্লগ পোস্টে, হোয়াটসঅ্যাপের তরফে জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে টাচ আপ-সহ লো লাইট মোডেও ব্যবহারকারীদের স্বাভাবিকভাবেই তাদের চারপাশের সৌন্দর্য এবং উজ্জ্বলতা বাড়াতে পারবেন ৷ এর ফলে ভিডিয়ো কল আরও প্রাণবন্ত হবে। এবার দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার কিভাবে ব্যবহার করবেন ৷

কীভাবে লো লাইট মোড কাজ করে
নতুন লো লাইট মোডে যখন WhatsApp-এ ভিডিয়ো কল করার সময়ে একটি বাল্বের চিহ্ন দেখা যাবে ৷ সেটি ট্যাপ করেলই এফেক্ট শুরু হবে লো লাউট মোডের ৷ এই বৈশিষ্ট্যটি সম্পর্কে বিস্তারিত জানতে নীচে দেওয়া টিপস অনুসরণ করুন ৷

  • হোয়াটসঅ্যাপ খুলতে হবে
  • পছন্দ মতো ব্যক্তিকে ভিডিয়ো কল করতে হবে
  • এরপর উপরের ডানদিকে কোণায় বাল্বের মতো লোগোতে আলতো চাপ দিতে হবে
  • ভিডিয়ো কলের সময় কম আলো মোড বন্ধ করতে, বাল্বের লোগোতে ট্যাপ করলে সেটি নিষ্ক্রিয় হয়ে যাবে

WhatsApp ভিডিও কলের অন্যান্য বৈশিষ্ট্য

বর্তমানে হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল চলাকালীন ব্যবহারকারী ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে বা ফিল্টার যোগ করতে পারেন। ফিল্টারগুলি যোগ করা উদ্দেশ্য হল ব্যবহারকারীরা যাতে আরও ভালোভাবে ভিডিয়ো কলের অভিজ্ঞতা পেতে পারেন ৷ নতুন ফিল্টার যোগ করার ফলে ভিডিয়ো কলে শৈল্পিকতার সৃষ্টি হবে। ব্যবহারকারী চারপাশকে ব্যক্তিগত রাখতে সাহায্য করবে নতুন ফিচার ৷ হোয়াটসঅ্যাপ ফিল্টারের মাধ্যমে ব্যকগ্রাউন্ডকে কফি শপ, বসার ঘরের পরিবেশ, সমুদ্র সৈকতের পরিবেশ তৈরি করা যাবে কৃত্রিম ভাবে ৷

অনিচ্ছা সত্ত্বেও দেখতে হবে ইউটিউবের বিজ্ঞাপন

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলে এখন 10টি ফিল্টার এবং 10টি ব্যাকগ্রাউন্ড রয়েছে ৷ ফিল্টার বিকল্পগুলির মধ্যে রয়েছে ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশে, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ড বিকল্পগুলির মধ্যে রয়েছে ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবলস, ফুডি, স্মুশ, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট। উল্লেখযোগ্যভাবে, এই সমস্ত ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড 1:1 এবং গ্রুপ ভিডিয়ো কল উভয়ের ক্ষেত্রেই কাজ করবে ৷ এছড়াও টাচআপ অপশন যুক্ত হয়েছে ৷

সেভিংস অ্যাকাউন্ট ও একাধিক আর্থিক পরিষেবার সুবিধা এবার Jio Finance অ্যাপে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.