ETV Bharat / technology

রাজধানী vs বন্দে ভারত! বছর শেষের আগেই আসছে ইউরোপীয় বন্দে ভারত স্লিপার - Vande Bharat Express

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনের কোচ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে বেঙ্গালুরুর একটি কারখানায় ৷ রয়েছে দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা ৷ ফলে ট্রেন দুর্ঘটনার সম্ভাবনা কম। এছাড়াও এই ট্রেনে যাত্রীদের জন্য রয়েছে আধুনিক সুবিধা ৷

Vande Bharat Express
বন্দে ভারত স্লিপার ট্রেন (ছবি- রেলমন্ত্রীর এক্স হ্য়ান্ডেল)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 4, 2024, 2:57 PM IST

হায়দরাবাদ: এবার আরও আধুনিক বন্দে ভারত এক্সপ্রেস ৷ শীঘ্রই আসতে চলেছে স্লিপার কোচের বন্দে ভারত ৷ এই এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচ থাকবে তা আগেই জানানো হয়েছিল ৷ এসি ফার্স্ট ক্লাসে স্নানের জন্য যাত্রীদের গরম জলও দেওয়া হবে ৷ রাতভর ভ্রমণ শেষে ক্লান্তি এড়াতে যাত্রীরা ট্রেন থেকে স্নান করে নামতে পারবেন ৷ নতুন কোচগুলিতে দুর্ঘটনা প্রতিরোধের অত্যাধুনিক ব্যবস্থা থাকবে ৷ বেঙ্গালুরুতে এই অত্যাধুনিক সুবিধা যুক্ত কোচ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে এক্স হ্য়ন্ডেলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ নতুন কোচে কী কী সুবিধা থাকবে ৷ বিলাসবহুল রাজধানী এক্সপ্রসেরে সঙ্গে অনায়াসে পাল্লা দেবে বন্দে ভারত এক্সপ্রেস

ঘণ্টায় 160 কিলোমিটার বেগে ছুটবে: বন্দেভারত স্লিপার কোচের ঘণ্টায় 160 কিলোমিটার গতি। দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা থাকছে ৷ ফলে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা কম ঘটবে । প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ বার্থ ও টয়লেটের ব্যবস্থা রয়েছে । যাত্রীদের লাগেজ বহন করতে হবে না ৷ তারজন্য থাকবে আলাদা ব্যবস্থা ৷ সঙ্গে থাকা জিনিসপত্র রাখার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে । এছাড়াও, লোকো পাইলটের জন্য একটি আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে ।

প্রথম বন্দে ভারত স্লিপার কোচ: ভারতীয় রেল আগামী দু’মাসের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করবে পরীক্ষামূলক ভাবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মন্ত্রী সভায় অশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। বন্দে ভারত স্লিপার ট্রেন হল ভারতীয় রেলওয়ে দ্বারা চালিত একটি আধুনিক এবং আরামদায়ক ট্রেন। যা শীঘ্রই চালু করা হবে দূরপাল্লার ভ্রমণকে সুবিধাজনক ও আরামদায়ক করার লক্ষ্যে। নিজের এক্স হ্যান্ডেলে ট্রেনের অন্দরসজ্জা শেয়ার করেছেন ৷

দূরপাল্লার ভ্রমণের জন্য আদর্শ: বন্দে ভারত স্লিপার ট্রেনকে রাজধানী এক্সপ্রেস এবং তেজস এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের থেকেও দ্রুত বলে মনে করা হচ্ছে। বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি দক্ষতার কথা মাথায় রেখে পরিচালনা করা হবে। এই ট্রেনটি বিশেষভাবে দূরপাল্লার যাত্রীদের জন্য বানানো হয়েছে ৷

নাগপুর-পুনে রুট : বন্দেভারত স্লিপার কোচ যুক্ত ট্রেনগুলি কোন রুটে চলবে তা এখনও ঘোষণা করা হয়নি। কয়েক মাস আগে সেন্ট্রাল রেলওয়ের নাগপুর ডিভিশন সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টারে একটি প্রস্তাব পাঠিয়েছিল, যে এই ট্রেনটি নাগপুর-পুনে-নাগপুর রুটে প্রথম চালানো যেতে পারে ৷ সিদ্ধান্ত হতে চলেছে যে এই বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিটের দাম সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হবে।

পরীক্ষামূলক প্রস্তুতি: এই ট্রেনটি ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যার ফলে শুধু যাত্রা সুবিধাজনক হবে না, যাত্রীরা সময়মতো পৌঁছতে পারবেন গন্তব্যে। এই ট্রেনগুলিতে আরামদায়ক বার্থ, পরিষ্কার এবং আধুনিক টয়লেট, উচ্চ গতির ওয়াই-ফাই, রিডিং লাইট, মোবাইল চার্জিং পয়েন্টের সুবিধা থাকবে যাত্রীদের জন্য।

ট্রেন দুই মাসের মধ্যে চলতে পারে: বন্দে ভারত স্লিপার ট্রেন প্রসঙ্গেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "বন্দে ভারত স্লিপার ট্রেনের কোচের কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে ৷ মাস দু’য়েকের মধ্যে ট্রেনটি পরীক্ষামূলক ভাবে চালানো হবে ৷ বেঙ্গালুরুতে বিইএমএল লিমিটেড অধীনে কোচ তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। কোচটি ক্র্যাশ বাফার এবং কাপলার-সহ উচ্চ গ্রেডের স্টেইনলেস স্টিলের তৈরি। অনেকটা ইউরোপের দেশগুলির মতো ৷

ট্রেনে উন্নত প্রযুক্তির ব্যবহার: নিরাপত্তার দিক থেকে এই ট্রেনে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি। সিসিটিভি ক্যামেরা থেকে ফায়ার ডিটেকশন সিস্টেম এই ট্রেনটিকে আরও বিশেষ করে তুলেছে। বন্দেভারত স্লিপার একটি সেমি-হাই স্পিড ট্রেন হবে যার গতিবেগ 160 কিমি প্রতি ঘণ্টায় ৷ যেটি রাজধানী এক্সপ্রেসের থেকেও ভালো সুবিধা দেবে যাত্রীদের।

ঘণ্টায় 180 কিলোমিটার বেগে এই ট্রেনের ট্রায়াল চালানো হবে। BEML দ্বারা নির্মিত স্লিপারট্রেনের প্রথমে 16টি কোচ থাকবে। যাতে 11টি এসি 3 টায়ার কোচ, 4টি এসি 2 টায়ার কোচ এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। যার মধ্যে AC 3 টায়ারে 611টি বার্থ, AC 2 টায়ারে 188টি বার্থ এবং AC 1 তে 24টি বার্থ রয়েছে । 16টি কোচের ট্রেনটি মোট 823 জন যাত্রী বহন করতে পারবে ৷ 16টি কোচের ট্রেনটি মোট 823 জন যাত্রী বহন করতে পারবে ৷

হায়দরাবাদ: এবার আরও আধুনিক বন্দে ভারত এক্সপ্রেস ৷ শীঘ্রই আসতে চলেছে স্লিপার কোচের বন্দে ভারত ৷ এই এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচ থাকবে তা আগেই জানানো হয়েছিল ৷ এসি ফার্স্ট ক্লাসে স্নানের জন্য যাত্রীদের গরম জলও দেওয়া হবে ৷ রাতভর ভ্রমণ শেষে ক্লান্তি এড়াতে যাত্রীরা ট্রেন থেকে স্নান করে নামতে পারবেন ৷ নতুন কোচগুলিতে দুর্ঘটনা প্রতিরোধের অত্যাধুনিক ব্যবস্থা থাকবে ৷ বেঙ্গালুরুতে এই অত্যাধুনিক সুবিধা যুক্ত কোচ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে এক্স হ্য়ন্ডেলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ নতুন কোচে কী কী সুবিধা থাকবে ৷ বিলাসবহুল রাজধানী এক্সপ্রসেরে সঙ্গে অনায়াসে পাল্লা দেবে বন্দে ভারত এক্সপ্রেস

ঘণ্টায় 160 কিলোমিটার বেগে ছুটবে: বন্দেভারত স্লিপার কোচের ঘণ্টায় 160 কিলোমিটার গতি। দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা থাকছে ৷ ফলে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা কম ঘটবে । প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ বার্থ ও টয়লেটের ব্যবস্থা রয়েছে । যাত্রীদের লাগেজ বহন করতে হবে না ৷ তারজন্য থাকবে আলাদা ব্যবস্থা ৷ সঙ্গে থাকা জিনিসপত্র রাখার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে । এছাড়াও, লোকো পাইলটের জন্য একটি আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে ।

প্রথম বন্দে ভারত স্লিপার কোচ: ভারতীয় রেল আগামী দু’মাসের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করবে পরীক্ষামূলক ভাবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মন্ত্রী সভায় অশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। বন্দে ভারত স্লিপার ট্রেন হল ভারতীয় রেলওয়ে দ্বারা চালিত একটি আধুনিক এবং আরামদায়ক ট্রেন। যা শীঘ্রই চালু করা হবে দূরপাল্লার ভ্রমণকে সুবিধাজনক ও আরামদায়ক করার লক্ষ্যে। নিজের এক্স হ্যান্ডেলে ট্রেনের অন্দরসজ্জা শেয়ার করেছেন ৷

দূরপাল্লার ভ্রমণের জন্য আদর্শ: বন্দে ভারত স্লিপার ট্রেনকে রাজধানী এক্সপ্রেস এবং তেজস এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের থেকেও দ্রুত বলে মনে করা হচ্ছে। বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি দক্ষতার কথা মাথায় রেখে পরিচালনা করা হবে। এই ট্রেনটি বিশেষভাবে দূরপাল্লার যাত্রীদের জন্য বানানো হয়েছে ৷

নাগপুর-পুনে রুট : বন্দেভারত স্লিপার কোচ যুক্ত ট্রেনগুলি কোন রুটে চলবে তা এখনও ঘোষণা করা হয়নি। কয়েক মাস আগে সেন্ট্রাল রেলওয়ের নাগপুর ডিভিশন সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টারে একটি প্রস্তাব পাঠিয়েছিল, যে এই ট্রেনটি নাগপুর-পুনে-নাগপুর রুটে প্রথম চালানো যেতে পারে ৷ সিদ্ধান্ত হতে চলেছে যে এই বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিটের দাম সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হবে।

পরীক্ষামূলক প্রস্তুতি: এই ট্রেনটি ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যার ফলে শুধু যাত্রা সুবিধাজনক হবে না, যাত্রীরা সময়মতো পৌঁছতে পারবেন গন্তব্যে। এই ট্রেনগুলিতে আরামদায়ক বার্থ, পরিষ্কার এবং আধুনিক টয়লেট, উচ্চ গতির ওয়াই-ফাই, রিডিং লাইট, মোবাইল চার্জিং পয়েন্টের সুবিধা থাকবে যাত্রীদের জন্য।

ট্রেন দুই মাসের মধ্যে চলতে পারে: বন্দে ভারত স্লিপার ট্রেন প্রসঙ্গেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "বন্দে ভারত স্লিপার ট্রেনের কোচের কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে ৷ মাস দু’য়েকের মধ্যে ট্রেনটি পরীক্ষামূলক ভাবে চালানো হবে ৷ বেঙ্গালুরুতে বিইএমএল লিমিটেড অধীনে কোচ তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। কোচটি ক্র্যাশ বাফার এবং কাপলার-সহ উচ্চ গ্রেডের স্টেইনলেস স্টিলের তৈরি। অনেকটা ইউরোপের দেশগুলির মতো ৷

ট্রেনে উন্নত প্রযুক্তির ব্যবহার: নিরাপত্তার দিক থেকে এই ট্রেনে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি। সিসিটিভি ক্যামেরা থেকে ফায়ার ডিটেকশন সিস্টেম এই ট্রেনটিকে আরও বিশেষ করে তুলেছে। বন্দেভারত স্লিপার একটি সেমি-হাই স্পিড ট্রেন হবে যার গতিবেগ 160 কিমি প্রতি ঘণ্টায় ৷ যেটি রাজধানী এক্সপ্রেসের থেকেও ভালো সুবিধা দেবে যাত্রীদের।

ঘণ্টায় 180 কিলোমিটার বেগে এই ট্রেনের ট্রায়াল চালানো হবে। BEML দ্বারা নির্মিত স্লিপারট্রেনের প্রথমে 16টি কোচ থাকবে। যাতে 11টি এসি 3 টায়ার কোচ, 4টি এসি 2 টায়ার কোচ এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। যার মধ্যে AC 3 টায়ারে 611টি বার্থ, AC 2 টায়ারে 188টি বার্থ এবং AC 1 তে 24টি বার্থ রয়েছে । 16টি কোচের ট্রেনটি মোট 823 জন যাত্রী বহন করতে পারবে ৷ 16টি কোচের ট্রেনটি মোট 823 জন যাত্রী বহন করতে পারবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.