হায়দরাবাদ, 14 এপ্রিল: সাধের স্মার্ট ফোন হটাৎই কাজ করা বন্ধ করে দিয়েছে ৷ ভাবছেন কয়েকদিনের মধ্য়েই নতুন মোবাইল ফোন কিনবেন ৷ কিন্তু বাজেট খুব একটা বেশি নয় ৷ তাই কি স্মার্টফোন কিনবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না ৷ আমারা আপানাকে এমন তিনটি স্মার্টফোনের খোঁজ দেব যেগুলোর দাম মাত্র 20 হাজারের মধ্যে ৷ নিশ্চয় ভাবছেন দাম যখন বেশি নয়, তবে ফিচারে নিশ্চয় কোনও ঘাটতি আছে ৷ না একদমই নয় ৷ সাধ্য়ের মধ্যেই হবে সাধপূরণ ৷ 20 হাজারেরও কম দামে পেয়ে যাবেন দুর্দান্ত ফিচারের স্মার্টফোন ৷ এই সমস্ত স্মার্টফোনের দাম 20 হাজারের কম দাম হলেও, ফিচারের দিক থেকে ৷ যেকোনও দামি ফোনকে পাল্লা দিতে পারে ৷
একনজরে 20 হাজারের নীচে থাকা স্মার্টফোনের তালিকা:
- রিয়েলমি নাজরো 70
- রিয়েলমি 12 প্লাস
- মোটো জি 54
- স্যামসাং গ্যালাক্সি এম34
- টেকনো পোভা 6 প্রো
1. রিয়েলমি নাজরো 70 (realme Narzo 70 Pro): রিয়েলমি-র কোম্পানির যেসমস্ত স্মার্টফোন আছে তারমধ্যে নাজরো সিরিজটি ৷ রিয়েলমি নজরো 70 প্রো সিরিজের স্মার্ট ফোনের দাম 20 হাজার টাকার কম ৷ মাত্র 19,999টাকা ৷
কী আছে এই স্মার্টফোনে:
- মিডিয়াটেক চিপসেট ওলয়েড (OLED) ডিসপ্লে এবং 5000 mah ব্যাটারি আছে ৷
- এই স্মার্টফোনটিতে এয়ার জেসচার ফিচার রয়েছে ৷ ফলে স্ক্রিন স্পর্শ না করেই ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করতে পারেন ৷
- রিয়েলমি নাজরো 70 প্রো- এ একটি রাউন্ড ক্যামেরা মডিউল আছে ৷ যেটি ছবি তোলার সময় ফ্রেম থেকে বেরিয়ে আসে ৷
- এই সিরিজের স্মার্টফোনটিতে এফএইচডি ও রেজোলিউশনও অন্যান্য ফোনের থেকে আলাদা ৷ 120Hz রিফ্রেশ রেট এবং 2000 nits হাইরোজেলিউশনের অলয়েড ডিসপ্লে রয়েছে ৷ এই মোবাইলের স্ক্রিন 6.67-ইঞ্চি ৷
- ক্যামেরার গুণমান অত্যন্তভালো ৷ এই স্মার্টফোনে রয়েছে 50MP IMX890 OIS সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো ইউনিট।
- নাজরো 70 প্রো হ্যান্ডসেটটি 7050 SoC দ্বারা চালিত ৷
- 8GB RAM এবং 256GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে।
2. রিয়েল মি 12 প্লাস (realme 12 Plus): রিয়েলমি 12 প্লাস
- Realme কোম্পানির প্রথম 'Plus' স্মার্টফোন হল realme 12 Plus।
- স্মার্টফোনটিতে AMOLED ডিসপ্লে-সহ MediaTek Dimensity 7050 SoC রয়েছে।
- রিয়েলমি 12 প্লাস-এ একটি 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে।
- 5000mAh ব্যাটারি অন্তর্ভুক্ত।
- দু’টি রঙের হ্যান্ডসেট পাওয়া যায়: নেভিগেটর বেইজ এবং পাইওনিয়ার গ্রিন।
- রিয়েলমি 12 প্লাস ফোনটিও-তে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে ।
- মোবাইলটিতে OLED 6.67 ইঞ্চি ডিসপ্লে এবং FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট রয়েছে।
- 50 মেগাপিক্সেল LYT-600 সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে ৷
- ক্যামেরার গুণগতমান উন্নত ৷ ফলে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাঞ্চ-হোল সেটআপের সামনে একটি 16MP স্ন্যাপার রয়েছে। এই মোবাইলটির দাম 20,999 টাকা ৷
3. মোটো জি54 (Moto G54) :
স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা মটোরলাও পিছিয়ে নেই কম দামের নতুন ফোন তৈরিতে ৷ দাম মাত্র 16,999 টাকা ৷
- এই বছরের শুরুতে মোটো জি 54 5G ভারতে তার G-সিরিজ লঞ্চ করেছে ।
- মিডিয়াটেক ডিমিসিটি 7020 SoC এবং 6000mAh ব্যাটারিও রয়েছে ৷
- মটোতে, ফোনের ডানদিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পাওয়ার ও ভলিউম বোতম সেট করা হয়েছে ।
- 120Hz রিফ্রেশ রেট এবং FHD+ রেজোলিউশন-সহ একটি 6.5-ইঞ্চি IPS LCD স্ক্রিন রয়েছে।
- সেলফি ক্যামেরা এবং ডুয়াল রেয়ার ক্যামেরা আছে ৷ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ একটি 50MP সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16MP স্ন্যাপার রয়েছে।
আরও পড়ুন: