চেন্নাই, 26 অগস্ট: দেশ জুড়ে বাড়ছে রান্নার গ্যাস সিলিন্ডারের চাহিদা ৷ গৃহস্থের ঘরে অপরিহার্য এলপিজি সিলিন্ডার ৷ অনেক সময়েই রান্না করার সময় আচমকাই শেষ হয়ে যায় গ্যাস ৷ তখনই পড়তে হয় বিপাকে ৷ সিলিন্ডার দেখে কোনও ভাবে আগে থেকে বোঝা যায় না কতটা আছে রান্নার গ্যাস আছে ৷ এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে ৷ চেন্নাইয়ের এক পড়ুয়া আবিষ্কার করেছে একটি বিশেষ ডিভাইস 'সিলিন্ডার ডিপ্লেশন' (Cylinder depletion)৷ এটি সিলিন্ডারে থাকলে 10 দিন আগে থেকেই জানান দেবে কতটা গ্যাস আছে ৷
'সিলিন্ডার ডিপ্লেশন' ডিভাইসের আবিষ্কারক তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা মিথ্রান ৷ স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির পডুয়া ৷ নিজের আবিষ্কার প্রসঙ্গেই ছাত্রটি জানায়, এই ডিভাইসটি সিলিন্ডারে থাকলে ভিতরে এলপিজির ওজন কমে গেলে সেটা জানান দেবে ৷ এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেটি 10দিন আগে থাকতেই জানান দিতে পারে কতটা গ্যাস আছে সিলন্ডারে ৷ সেখানে গ্যাসের পরিমাণ কমে গেলে একটি লাইট জ্বলতে শুরু করবে ও সাইরেন বেজে উঠবে ৷
ওই পড়ুয়া বলেন, "আমাদের বাড়িতে একটি মাত্র এলপিজি সিলিন্ডার আছে। রান্নার সময়ে হঠাৎ শেষ হয়ে গেলে অনেক সময়ে মা সমস্যায় পড়ে যেতেন ৷ সেটা দেখেই এমন কিছু তৈরির কথা চিন্তা করতে থাকি ৷ সেই মতোই একটি সার্কিট তৈরি করে স্কুলের শিক্ষককে দেখাই। তাঁদের সাহায্য়ে 'সিলিন্ডার ডিপ্লেশন' ডিভাইসটি তৈরি করেছি ৷ এই ডিভাইসটি গ্য়াস শেষের 10 দিন আগে থাকতে জানান দেবে, সম্পূর্ণ শেষের আগেই নতুন সিলিন্ডারের ব্যবস্থা করা যায় ৷"
অষ্টম শ্রেণির এই পড়ুয়ার আবিষ্কারে খুশি স্কুল শিক্ষকরাও ৷ শিক্ষক আব্দুল রাজ্জাক বলেন, "পডুয়া মিথ্রানের আবিষ্কার ছোট হলেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এটিকে যদি বাণিজ্যিকভাবে ডিজাইন করা যায় তবে কম খরচে আরও ভালো ভাবে ব্যবহার যোগ্য় হবে ডিভাইসটি ৷ আপাতত ওই পড়ুয়া সেটি নিজস্ব প্রয়োজনে পরীক্ষামূলকভাবে তৈরি করেছে ৷"