ETV Bharat / technology

মহালয়াতে সূর্যগ্রহণ, কখন ও কোথায় কীভাবে দেখা যাবে ? - Solar Eclipse 2024 - SOLAR ECLIPSE 2024

Solar Eclipse: পিতৃপক্ষের শেষ হচ্ছে সূর্যগ্রহণ দিয়ে ৷ এদিন দেখা যাবে আগুনের বলয়, যা 'রিং অফ ফায়ার' হিসাবে পরিচিত। ভারতবাসী কি এই সূর্যগ্রহণ ও 'রিং অফ ফায়ার'-এর বিরল দৃশ্যের সাক্ষী থাকবে ? বিস্তারিত প্রতিবেদনে ৷

Solar Eclipse
সূর্যগ্রহণ 2024 (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 27, 2024, 9:52 AM IST

হায়দরাবাদ: চলতি বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে পিতৃপক্ষের শেষ দিনে ৷ 2 অক্টোবর মহালয়া ও অমাবস্যার দিন সূর্যগ্রহণ। এদিন আকাশে দেখা যাবে 'রিং অফ ফায়ার' বা আগুনের বলয়। তবে এই আগুনের বলয় সমস্ত দেশে দেখা যাবে না ৷ ভারতের বাইরের কয়েকটি দেশে থেকে দৃশ্য়মান হবে সূর্যগ্রহণ ৷

আগুনের বলয় কী ? পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে । চাঁদ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে ৷ এই প্রদক্ষিণ করতে করতে এক সময়ে সময় চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে ৷ অর্থাৎ সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে । তখন চাঁদের ছায়ার কারণে কিছু সময়ের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না ৷ এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। এসময় চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে। চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থানের কারণ সূর্যের চারিদিকে আগুনের বলয় তৈরি হবে ৷ যাকে 'রিং অফ ফায়ার' বলা হচ্ছে ৷

রাত পোহালেই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, ভারতে দৃশ্য়মান হবে কি ?

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পিতৃপক্ষ যদি চন্দ্রগ্রহণ দিয়ে শুরু হয়, তাহলে তা শেষ হবে সূর্যগ্রহণল দিয়ে। 2 অক্টোবরের এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না ৷ এই বছরের শেষ চন্দ্রগ্রহণের দৃশ্য় দেখতে পায়নি ভারতবাসী ৷ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময়ে রাত 9 টা 13 মিনিট থেকে ৷ গ্রহণ শেষ হবে মধ্যরাত পেরিয়ে রাত 3টে 17 মিনিটে। রাতের কারণে ভারতবাসী সূর্যগ্রহণের দৃশ্য় দেখা থেকে বঞ্চিত হবেন ৷

মিশন চন্দ্রযান-4! চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ ও শুক্র অভিযান

দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চল, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, চিলি, আর্জেন্তিনা, ব্রাজিল, মেক্সিকো, পেরু, নিউজিল্যান্ড এবং ফিজিতে আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। শুধুমাত্র দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্তিনা থেকে পূর্ণগ্রাস গ্রহণ দৃশ্যমান হবে। আমের্কার স্থানীয় সময় অনুযায়ী, সূর্যগ্রহণ শুরু হবে সকাল 11টা 42 মিনিট এবং শেষ হবে দুপুর 2 টো 45 মিনিটে। সূর্যগ্রহণের মোট সময়কাল 6 ঘণ্টা 4 মিনিট।

রহস্যে মোড়া 160 কিমি প্রশস্ত গর্তের সন্ধান প্রজ্ঞান রোভারের ক্যামেরায়

হায়দরাবাদ: চলতি বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে পিতৃপক্ষের শেষ দিনে ৷ 2 অক্টোবর মহালয়া ও অমাবস্যার দিন সূর্যগ্রহণ। এদিন আকাশে দেখা যাবে 'রিং অফ ফায়ার' বা আগুনের বলয়। তবে এই আগুনের বলয় সমস্ত দেশে দেখা যাবে না ৷ ভারতের বাইরের কয়েকটি দেশে থেকে দৃশ্য়মান হবে সূর্যগ্রহণ ৷

আগুনের বলয় কী ? পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে । চাঁদ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে ৷ এই প্রদক্ষিণ করতে করতে এক সময়ে সময় চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে ৷ অর্থাৎ সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে । তখন চাঁদের ছায়ার কারণে কিছু সময়ের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না ৷ এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। এসময় চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে। চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থানের কারণ সূর্যের চারিদিকে আগুনের বলয় তৈরি হবে ৷ যাকে 'রিং অফ ফায়ার' বলা হচ্ছে ৷

রাত পোহালেই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, ভারতে দৃশ্য়মান হবে কি ?

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পিতৃপক্ষ যদি চন্দ্রগ্রহণ দিয়ে শুরু হয়, তাহলে তা শেষ হবে সূর্যগ্রহণল দিয়ে। 2 অক্টোবরের এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না ৷ এই বছরের শেষ চন্দ্রগ্রহণের দৃশ্য় দেখতে পায়নি ভারতবাসী ৷ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময়ে রাত 9 টা 13 মিনিট থেকে ৷ গ্রহণ শেষ হবে মধ্যরাত পেরিয়ে রাত 3টে 17 মিনিটে। রাতের কারণে ভারতবাসী সূর্যগ্রহণের দৃশ্য় দেখা থেকে বঞ্চিত হবেন ৷

মিশন চন্দ্রযান-4! চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ ও শুক্র অভিযান

দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চল, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, চিলি, আর্জেন্তিনা, ব্রাজিল, মেক্সিকো, পেরু, নিউজিল্যান্ড এবং ফিজিতে আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। শুধুমাত্র দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্তিনা থেকে পূর্ণগ্রাস গ্রহণ দৃশ্যমান হবে। আমের্কার স্থানীয় সময় অনুযায়ী, সূর্যগ্রহণ শুরু হবে সকাল 11টা 42 মিনিট এবং শেষ হবে দুপুর 2 টো 45 মিনিটে। সূর্যগ্রহণের মোট সময়কাল 6 ঘণ্টা 4 মিনিট।

রহস্যে মোড়া 160 কিমি প্রশস্ত গর্তের সন্ধান প্রজ্ঞান রোভারের ক্যামেরায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.