হায়দরাবাদ: মাস খানেক আগেই চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা হুয়াওয়ে তাদের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন লঞ্চ করেছে। এবার সেই পথে হাঁটতে চলেছে Samsung ৷ ইতিমধ্যেই ট্রাই-ফোল্ড ফোন নিয়েও কাজ করছে সংস্থাটি ৷ যা আগামী বছর লঞ্চ হতে পারে। প্রসঙ্গত, কয়েকমাস আগেই Huawei চিনে তার Mate XT আলটিমেট সংস্করণটি CNY 19,999 (প্রায় 2,37,000 টাকা) মূল্যে লঞ্চ করেছে । এটি ট্রাইফোল্ড স্মার্টফোন ৷
ডিসপ্লেতে গ্রিন লাইন, বিনামূল্য়ে সার্ভিসিংয়ের সুযোগ OnePlus-এর
দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট সংস্থটি স্যামসাং হুয়াওয়ের সঙ্গে পাল্লা দিতেই এই স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে ৷ স্যামসাং ছাড়াও, Xiaomi, Honor এবং Oppo-এর মতো স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিও স্মার্টফোনগুলিতে ট্রাই ফোল্ডেড ডিসপ্লে নিয়ে কাজ করছে ৷ ব্যাবহারকারীরা যাতে বড় স্ক্রিনে কাজ করতে পারে ৷ প্রয়োজন শেষে সেটি ফোল্ড করে রাখতে পারে ৷
ভারতীয় বাজারে এল সবচেয়ে সস্তার ফোল্ডেবল ফোন Infinix Zero Flip
জেডডিনেট কোরিয়া রিপোর্টের উল্লেখ করা হয়েছে, স্যামসাং ইলেকট্রনিক্স একটি এন্ট্রি-লেভেল ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনের পাশাপাশি ট্রাই-ফোল্ড মডেল নিয়ে কাজ করার কথা বিবেচনা করছে। এর ডিসপ্লে দুইবার ভাঁজ করা যাবে। 2025 সালে লঞ্চ হতে পারে ট্রাইফোল্ডেড স্মার্টফোন ৷ এই স্মার্টফোনটি লঞ্চ করার সিদ্ধান্ত স্যামসাং ইলেকট্রনিক্সের এমএক্স বিভাগের প্রধানের উপর নির্ভর করছে বলে জানা গিয়েছে ৷
এই রিপোর্ট অনুসারে, ফোল্ডেবল ফোনগুলিতে ব্যবহৃত OLED ডিসপ্লের অর্ডার চলতি বছরে 10 শতাংশ কমেছে ৷ যা এই বছরের শুরুতে কোম্পানি Galaxy Z Flip 6 এবং Galaxy Z Fold 6 মডেলগুলির লঞ্চ করেছে ৷ প্রত্যাশার চেয়ে চাহিদা কম থাকায় সাড়া ফেলতে পারেনি ৷
এই প্রথম নয় যে Samsung তিনটি ভাঁজের স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। 2023 সালের মার্চ মাসে সংস্থার সূত্রে দাবি করা হয়েছিল যে Samsung Galaxy S23 FE বাজারে অক্টোবরে লঞ্চ হবে ৷ এটি ফোল্ডেবেল নয় ৷ এবার ট্রিপল ফোল্ডিং ডিসপ্লে-সহ একটি স্মার্টফোন আনতে চলেছে ৷ এই স্মার্টফোনটি 2025 সালে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে ৷