ETV Bharat / technology

স্যামসাং বাজারে আনতে চলেছে ট্রাই ফোল্ড স্মার্টফোন

হুয়াওয়ের পরে, ফোল্ডেবল স্মার্টফোন আনতে চলেছে স্যামসাং ৷ আগামী বছরেই এই ট্রাই ফোল্ডফোন বাজারে লঞ্চ করতে পারে কোম্পানিটি ৷

TRI FOLD SMARTPHONE
প্রতীকী ছবি (ছবি - আইএএনএস)
author img

By ETV Bharat Tech Team

Published : 24 hours ago

হায়দরাবাদ: মাস খানেক আগেই চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা হুয়াওয়ে তাদের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন লঞ্চ করেছে। এবার সেই পথে হাঁটতে চলেছে Samsung ৷ ইতিমধ্যেই ট্রাই-ফোল্ড ফোন নিয়েও কাজ করছে সংস্থাটি ৷ যা আগামী বছর লঞ্চ হতে পারে। প্রসঙ্গত, কয়েকমাস আগেই Huawei চিনে তার Mate XT আলটিমেট সংস্করণটি CNY 19,999 (প্রায় 2,37,000 টাকা) মূল্যে লঞ্চ করেছে । এটি ট্রাইফোল্ড স্মার্টফোন ৷

ডিসপ্লেতে গ্রিন লাইন, বিনামূল্য়ে সার্ভিসিংয়ের সুযোগ OnePlus-এর

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট সংস্থটি স্যামসাং হুয়াওয়ের সঙ্গে পাল্লা দিতেই এই স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে ৷ স্যামসাং ছাড়াও, Xiaomi, Honor এবং Oppo-এর মতো স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিও স্মার্টফোনগুলিতে ট্রাই ফোল্ডেড ডিসপ্লে নিয়ে কাজ করছে ৷ ব্যাবহারকারীরা যাতে বড় স্ক্রিনে কাজ করতে পারে ৷ প্রয়োজন শেষে সেটি ফোল্ড করে রাখতে পারে ৷

ভারতীয় বাজারে এল সবচেয়ে সস্তার ফোল্ডেবল ফোন Infinix Zero Flip

জেডডিনেট কোরিয়া রিপোর্টের উল্লেখ করা হয়েছে, স্যামসাং ইলেকট্রনিক্স একটি এন্ট্রি-লেভেল ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনের পাশাপাশি ট্রাই-ফোল্ড মডেল নিয়ে কাজ করার কথা বিবেচনা করছে। এর ডিসপ্লে দুইবার ভাঁজ করা যাবে। 2025 সালে লঞ্চ হতে পারে ট্রাইফোল্ডেড স্মার্টফোন ৷ এই স্মার্টফোনটি লঞ্চ করার সিদ্ধান্ত স্যামসাং ইলেকট্রনিক্সের এমএক্স বিভাগের প্রধানের উপর নির্ভর করছে বলে জানা গিয়েছে ৷

এই রিপোর্ট অনুসারে, ফোল্ডেবল ফোনগুলিতে ব্যবহৃত OLED ডিসপ্লের অর্ডার চলতি বছরে 10 শতাংশ কমেছে ৷ যা এই বছরের শুরুতে কোম্পানি Galaxy Z Flip 6 এবং Galaxy Z Fold 6 মডেলগুলির লঞ্চ করেছে ৷ প্রত্যাশার চেয়ে চাহিদা কম থাকায় সাড়া ফেলতে পারেনি ৷

মাত্র হাজার টাকায় 4G কিপ্যাড স্মার্টফোন

এই প্রথম নয় যে Samsung তিনটি ভাঁজের স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। 2023 সালের মার্চ মাসে সংস্থার সূত্রে দাবি করা হয়েছিল যে Samsung Galaxy S23 FE বাজারে অক্টোবরে লঞ্চ হবে ৷ এটি ফোল্ডেবেল নয় ৷ এবার ট্রিপল ফোল্ডিং ডিসপ্লে-সহ একটি স্মার্টফোন আনতে চলেছে ৷ এই স্মার্টফোনটি 2025 সালে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

হায়দরাবাদ: মাস খানেক আগেই চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা হুয়াওয়ে তাদের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন লঞ্চ করেছে। এবার সেই পথে হাঁটতে চলেছে Samsung ৷ ইতিমধ্যেই ট্রাই-ফোল্ড ফোন নিয়েও কাজ করছে সংস্থাটি ৷ যা আগামী বছর লঞ্চ হতে পারে। প্রসঙ্গত, কয়েকমাস আগেই Huawei চিনে তার Mate XT আলটিমেট সংস্করণটি CNY 19,999 (প্রায় 2,37,000 টাকা) মূল্যে লঞ্চ করেছে । এটি ট্রাইফোল্ড স্মার্টফোন ৷

ডিসপ্লেতে গ্রিন লাইন, বিনামূল্য়ে সার্ভিসিংয়ের সুযোগ OnePlus-এর

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট সংস্থটি স্যামসাং হুয়াওয়ের সঙ্গে পাল্লা দিতেই এই স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে ৷ স্যামসাং ছাড়াও, Xiaomi, Honor এবং Oppo-এর মতো স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিও স্মার্টফোনগুলিতে ট্রাই ফোল্ডেড ডিসপ্লে নিয়ে কাজ করছে ৷ ব্যাবহারকারীরা যাতে বড় স্ক্রিনে কাজ করতে পারে ৷ প্রয়োজন শেষে সেটি ফোল্ড করে রাখতে পারে ৷

ভারতীয় বাজারে এল সবচেয়ে সস্তার ফোল্ডেবল ফোন Infinix Zero Flip

জেডডিনেট কোরিয়া রিপোর্টের উল্লেখ করা হয়েছে, স্যামসাং ইলেকট্রনিক্স একটি এন্ট্রি-লেভেল ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডেবল ফোনের পাশাপাশি ট্রাই-ফোল্ড মডেল নিয়ে কাজ করার কথা বিবেচনা করছে। এর ডিসপ্লে দুইবার ভাঁজ করা যাবে। 2025 সালে লঞ্চ হতে পারে ট্রাইফোল্ডেড স্মার্টফোন ৷ এই স্মার্টফোনটি লঞ্চ করার সিদ্ধান্ত স্যামসাং ইলেকট্রনিক্সের এমএক্স বিভাগের প্রধানের উপর নির্ভর করছে বলে জানা গিয়েছে ৷

এই রিপোর্ট অনুসারে, ফোল্ডেবল ফোনগুলিতে ব্যবহৃত OLED ডিসপ্লের অর্ডার চলতি বছরে 10 শতাংশ কমেছে ৷ যা এই বছরের শুরুতে কোম্পানি Galaxy Z Flip 6 এবং Galaxy Z Fold 6 মডেলগুলির লঞ্চ করেছে ৷ প্রত্যাশার চেয়ে চাহিদা কম থাকায় সাড়া ফেলতে পারেনি ৷

মাত্র হাজার টাকায় 4G কিপ্যাড স্মার্টফোন

এই প্রথম নয় যে Samsung তিনটি ভাঁজের স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। 2023 সালের মার্চ মাসে সংস্থার সূত্রে দাবি করা হয়েছিল যে Samsung Galaxy S23 FE বাজারে অক্টোবরে লঞ্চ হবে ৷ এটি ফোল্ডেবেল নয় ৷ এবার ট্রিপল ফোল্ডিং ডিসপ্লে-সহ একটি স্মার্টফোন আনতে চলেছে ৷ এই স্মার্টফোনটি 2025 সালে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.