ETV Bharat / technology

আকর্ষণীয় ফিচার থেকে শুরু করে AI-এর সুবিধা রিয়েলমি P2 PRO 5G তে - REALME P2 PRO 5G - REALME P2 PRO 5G

Realme P2 Pro 5G: ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে Realme P2 Pro । 13 সেপ্টেম্বর আকর্ষণীয় ফিচারের Realme P2 Pro 5G বাজারে আসছে ৷ নতুন স্মার্টফোনটিতে রয়েছে AI ফিচার ৷ দাম থেকে শুরু করে অন্যান্য ফিচার রইল প্রতিবেদনে ৷

Realme P2 Pro 5G
Realme P2 Pro 5G (Realme India)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 5:33 PM IST

হায়দরাবাদ: চিনা মোবাইল কোম্পানি Realme ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন । যার নাম Realme P2 Pro। এই নতুন স্মার্টফোনটি রয়েছ কার্ভড ডিসপ্লে-সহ 80W দ্রুত চার্জিংয়ের সুবিধা ৷ এছাড়াও আছে AI বৈশিষ্ট্য। চলুন জেনে নেওয়া যাক এই ফোনে আর কী কী বিশেষত্ব রয়েছে এবং এর দাম কত।

Realme P2 Pro 5G
Realme P2 Pro 5G (Realme India)

শুরু গাড়ি উৎসব! 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় টাটা মোটরস-এর

কি বৈশিষ্ট্য

Realme P2 Pro 5G
Realme P2 Pro 5G (Realme India)
  • Snapdragon 7s Gen 2 প্রসেসর
  • 6.7 ইঞ্চি (17.02c,) ডিসপ্লে
  • 50MP রিয়ার ক্যামেরা
  • এলইডি ফ্ল্যাশ
  • 16MP ফ্রন্ট ক্যামেরা
  • 5200mAh ব্যাটারি
  • সুপার VOOC চার্জিং
  • গরিলা গ্লাস 7i
  • 512 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 12 জিবি র‌্যাম

আইফোন 15 থেকে কতটা আলাদা নতুন iPhone 16 সিরিজ

Snapdragon 7s Gen 2 প্রসেসর

Realme P2 Pro 5G
Realme P2 Pro 5G (Realme India)
  • Realme-এর এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর ৷ এর ব্যাটারি ব্যাকআপ থাকে দীর্ঘক্ষণ ৷
  • কোম্পানির তরফে জানানো হয়েছে এটি দীর্ঘক্ষণ গেম খেলেও গরম হবে না ৷ মাত্র 5 মিনিট চার্জ দিলেই দেড়ঘণ্টা গেম খেলা যাবে ৷ 12 ঘণ্টা গান শোনার সুবিধা রয়েছে ৷
  • এটি ব্যবহারকারীদেরও সেরা গেমিং অভিজ্ঞতা প্রদান করবে।
    Realme P2 Pro 5G
    Realme P2 Pro 5G (Realme India)

বিশেষ AI বৈশিষ্ট্য: Realme তরফে জানানো হয়েছে যে নতুন Realme P2 Pro 5G ডিভাইসে একাধিক AI বৈশিষ্ট্য রয়েছে। অন্যান্য AI বৈশিষ্ট্য যেমন AI স্মার্ট লুপ এবং এয়ার জেসচার দেওয়া হয়েছে।

আপাতত স্মার্টওফোনটি 2টি রঙে পাওয়া যাবে। একটি প্যারট গ্রিন ও ঈগল গ্রে ৷ আগামিকাল (13 সেপ্টেম্বর) দুপুরে এটি লঞ্চ করবে ৷ এদিন থেকে ক্রেতারা কিনতে পারবেন ৷ জানা গিয়েছে কোম্পানির ওয়েবসাইট ছাড়াও, অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart থেকেও ফোনটি কিনতে পারবেন ৷ দাম 20 হাজার টাকার মধ্যেই থাকতে পারে ৷ লঞ্চের পরেই বিস্তারিত জানা যাবে ৷

বিভ্রান্ত! কোনটা কিনবেন আইফোন 16 নাকি গুগল পিক্সেল 9!

হায়দরাবাদ: চিনা মোবাইল কোম্পানি Realme ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন । যার নাম Realme P2 Pro। এই নতুন স্মার্টফোনটি রয়েছ কার্ভড ডিসপ্লে-সহ 80W দ্রুত চার্জিংয়ের সুবিধা ৷ এছাড়াও আছে AI বৈশিষ্ট্য। চলুন জেনে নেওয়া যাক এই ফোনে আর কী কী বিশেষত্ব রয়েছে এবং এর দাম কত।

Realme P2 Pro 5G
Realme P2 Pro 5G (Realme India)

শুরু গাড়ি উৎসব! 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় টাটা মোটরস-এর

কি বৈশিষ্ট্য

Realme P2 Pro 5G
Realme P2 Pro 5G (Realme India)
  • Snapdragon 7s Gen 2 প্রসেসর
  • 6.7 ইঞ্চি (17.02c,) ডিসপ্লে
  • 50MP রিয়ার ক্যামেরা
  • এলইডি ফ্ল্যাশ
  • 16MP ফ্রন্ট ক্যামেরা
  • 5200mAh ব্যাটারি
  • সুপার VOOC চার্জিং
  • গরিলা গ্লাস 7i
  • 512 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 12 জিবি র‌্যাম

আইফোন 15 থেকে কতটা আলাদা নতুন iPhone 16 সিরিজ

Snapdragon 7s Gen 2 প্রসেসর

Realme P2 Pro 5G
Realme P2 Pro 5G (Realme India)
  • Realme-এর এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর ৷ এর ব্যাটারি ব্যাকআপ থাকে দীর্ঘক্ষণ ৷
  • কোম্পানির তরফে জানানো হয়েছে এটি দীর্ঘক্ষণ গেম খেলেও গরম হবে না ৷ মাত্র 5 মিনিট চার্জ দিলেই দেড়ঘণ্টা গেম খেলা যাবে ৷ 12 ঘণ্টা গান শোনার সুবিধা রয়েছে ৷
  • এটি ব্যবহারকারীদেরও সেরা গেমিং অভিজ্ঞতা প্রদান করবে।
    Realme P2 Pro 5G
    Realme P2 Pro 5G (Realme India)

বিশেষ AI বৈশিষ্ট্য: Realme তরফে জানানো হয়েছে যে নতুন Realme P2 Pro 5G ডিভাইসে একাধিক AI বৈশিষ্ট্য রয়েছে। অন্যান্য AI বৈশিষ্ট্য যেমন AI স্মার্ট লুপ এবং এয়ার জেসচার দেওয়া হয়েছে।

আপাতত স্মার্টওফোনটি 2টি রঙে পাওয়া যাবে। একটি প্যারট গ্রিন ও ঈগল গ্রে ৷ আগামিকাল (13 সেপ্টেম্বর) দুপুরে এটি লঞ্চ করবে ৷ এদিন থেকে ক্রেতারা কিনতে পারবেন ৷ জানা গিয়েছে কোম্পানির ওয়েবসাইট ছাড়াও, অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart থেকেও ফোনটি কিনতে পারবেন ৷ দাম 20 হাজার টাকার মধ্যেই থাকতে পারে ৷ লঞ্চের পরেই বিস্তারিত জানা যাবে ৷

বিভ্রান্ত! কোনটা কিনবেন আইফোন 16 নাকি গুগল পিক্সেল 9!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.