হায়দরাবাদ: আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি ৷ এটিকে যত্ন সহকারে অনেকে ব্যবহার করেন ৷ অনেকে সময়েই দেখা যায় আধার কার্ডের ল্যামিনেশন উঠে সমস্যা তৈরি হয়েছে ৷ কার্ডটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয় ৷ এই সমস্যা থেকে রেহাই পেতে অনেকেই পিভিসি আধার কার্ডের ব্যবহার করছেন ৷ মাত্র 50 টাকায় ঘরে বসেই পেতে পারেন এই আধার কার্ড ৷ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড ব্যবহারকারীদের এই নতুন ধরণের কার্ড তৈরি করার সুবিধা দিচ্ছে ৷ নীচে উল্লেখ করা ধাপগুলি মেনে চলুন ৷
তথ্য সংশোধন থেকে নতুন ভোটার কার্ড, সব কিছুই সম্ভব অনলাইন আবেদনে
পিভিসি আধার কার্ড কি?
- আবেদন করলে, পিভিসি আধার কার্ড ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জারি করা হয়।
- PVC আধার কার্ডের আকার হল 86 MM X 54 MM .
- এটি ল্যামিনেট আধার কার্ডের মতো নয়, এটিএম কার্ড এবং ক্রেডিট কার্ডের মতো দেখতে হয়।
- এটি সহজেই সব সময়ে কাছে রাখা যায় । বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার ভয় নেই।
- পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) কার্ড সিন্থেটিক প্লাস্টিকের তৈরি।
- যেহেতু এটি UIDAI থেকে পাবেন, তাই এটির গ্রহনযোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই।
- প্রথাগত আধার কার্ড এবং পিভিসি আধার কার্ডের মধ্যে কোন পার্থক্য নেই।
কীভাবে আবেদন করবেন
- পিভিসি আধার কার্ডের জন্য প্রথমে UIDAI- এর অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in- এ লগ ইন করতে হবে।
- এবার 'My Aadhaar সেকশন'-এ 'Order Aadhaar PVC Card'-এ ক্লিক করতে হবে। তারপর অর্ডার পিভিসি আধার কার্ড পেজ খুলবে।
- আপনাকে 12 সংখ্যার আধার নম্বর লিখতে হবে।
- তারপর Captcha Code পূরণ করতে হবে।
- রেজিস্ট্রার মোবাইল নম্বরে একটি OTP আসবে।
- প্রাপ্ত ওটিপি উল্লেখ করতে হবে ৷
- পিভিসি কার্ডের একটি প্রিভিউ কপি আপনার মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে প্রদর্শিত হবে। এতে আপনার আধার সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। এটি ভালো করে দেখে নিন কোনও তথ্য বাদ গিয়েছে কিংবা ভুল আছে কি না ৷ তারপর সেটি অর্ডার দিন।
- এরপর পেমেন্ট অপশন আসবে। সেইমতো 50 টাকা দিতে হবে। পেমেন্ট সফল হলে আপনার পিভিসি আধার কার্ড অর্ডার করা হয়ে যাবে।
- পিভিসি আধার কার্ড তৈরি হওয়ার পরে, এটি ডাকযোগে আপনার বাড়িতে পৌঁছে যাবে।
- আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি UIDAI টোল ফ্রি নম্বর 1947 বা help@uidai.gov.in-এ যোগাযোগ করতে পারেন ।
ব্যাগে থাকা 'এই' 5টি নিরাপত্তা গ্যাজেট মহিলাদের সুরক্ষিত রাখতে পারে!