ETV Bharat / technology

মোবাইল স্ক্রিনে দৌড়চ্ছে 'গোলাপ জাম-কাজু কাটলি', পিছনে আপনি ! - COOKIERUN INDIA

কাল্পনিক চরিত্র নয়, নিমেষে চোখের সামনে দিয়ে দৌড়ে চলে গেল গোলাপ জাম ৷ তার পিছনে আপনি ৷ স্বপ্ন নয়, এটাই সত্যি !

Krafton x Devsisters
CookieRun India আইওএস ও অ্যান্ড্রয়েডে পাওয়া যাচ্ছে (ছবি Krafton x Devsisters)
author img

By ETV Bharat Tech Team

Published : Dec 5, 2024, 11:30 AM IST

Updated : Dec 5, 2024, 12:10 PM IST

হায়দরাবাদ: 'জিলিপি সে তেড়ে এসে, কামড় দিতে চায়; কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়'! যোগীন্দ্রনাথ সরকারের লেখা 'মজার দেশ' কবিতার এই লাইন আজকের প্রজন্মের কাছে অজানা ৷ তাতে কি হয়েছে, মোবাইল গেমে জীবন্ত এই সমস্ত চরিত্ররা ৷ ধরুন মোবাইলের স্ক্রিনে দৌড়ে যাচ্ছে গোলাপ জাম ও কাজু কাটলি ৷ তাদের ধরতে ছুটছেন আপনি ৷ নিশ্চয় ভাবছেন এই রকম আবার কি, এবার তবে ব্যাপারটা খুলে বলা যাক ৷

মোবাইল গেম প্রস্তুতকারক সংস্থা ক্রাফটন ইন্ডিয়া আনছে তাদের নতুন গেম CookieRun India ৷ এই কুকি চরিত্রে দেখা যাবে গোলাপ জাম ও কাজু কাটলির মতো ভারতীয় মিষ্টি ৷ শুধুমাত্র ক্রাফটন ইন্ডিয়া নয় এই গেম তৈরিতে সহযোগিতা করেছে ডেভসিস্টার্স নামে আরও একটি সংস্থা ৷ সাধারণত ভারতীয়দের কথা ভেবে এই সংস্থা মোবাইল গেম তৈরি করে ৷ মিষ্টি যে ভারতীয়দের একাংশের কাছে আলাদা দূর্বলতা তা কারোরই অজানা নয় ৷ তাই এই গেমে কুকি চরিত্রদের মিষ্টি হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে ৷

নতুন এই গেম আইওএস ও অ্যান্ড্রয়েড দু‘টিতে ডাউনলোড করা যাবে ৷ ইতিমধ্যেই 1 মিলিয়ন প্রি-রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে ৷ চলতি মাসের 11 তারিখ থেকে ডাউনলোড করা যাবে এই গেম ৷ এর আগে ক্রাফটন ইন্ডিয়া PUBG গেম তৈরি করেছে ৷ এবার তাদের নতুন সংযোজন CookieRun India ৷ সম্প্রতি একটি ইভেন্টে এই গেমটি লঞ্চ করতে এসে ক্রাফটন ইন্ডিয়ার তরফে মিনু লি জানান, " ক্রাফটন ইন্ডিয়া নতুন CookieRun India গেমটি তৈরি করলেও তাদের সহযোগিতে করেছে ডেভসিস্টার্স ৷ ভারতবাসীর কথা ভেবে এই গেমটি তৈরি করা হয়েছে ৷ যাঁরা গেম খেলতে ভালোবাসেন তাঁরা এটি উপভোগ করবেন ৷ তার উপর গেমের চরিত্ররা এক-একটি মিষ্টি ৷ যা গেমটিকে আরও মজার করেছে ৷

প্রসঙ্গত, এর আগে সংস্থার তৈরি Battlegrounds Mobile India (BGMI) গেমটি বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল ৷ বিশ্বব্যপি এই গেমটি 200 মিলিয়ন ডাউনলোড হয়েছে ৷ ইতিমধ্যেই Esports নামে নতুন একটি গেম Battlegrounds Mobile India-র রেকর্ড ভেঙেছে । পাশাপাশি Bullet Echo India এবং Road to Valor: Empires-এর জনপ্রিয়তা তুঙ্গে ৷ এই সমস্ত জনপ্রিয় গেমগুলি সংস্থার গেমিং পোর্টফোলিওতে পালক জুড়েছে বলে জানিয়েছেন মিনু লি ৷

নতুন গেম লঞ্চ করার পাশাপাশি, ক্রাফটন ইন্ডিয়া আগামি বছরগুলিতে ভারতীয় স্টার্টআপগুলিতে $140 মিলিয়নেরও বেশি বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ।

আধঘণ্টায় ফুল চার্জ! ভারতে লঞ্চ করল iQOO 13, দাম কত

হায়দরাবাদ: 'জিলিপি সে তেড়ে এসে, কামড় দিতে চায়; কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়'! যোগীন্দ্রনাথ সরকারের লেখা 'মজার দেশ' কবিতার এই লাইন আজকের প্রজন্মের কাছে অজানা ৷ তাতে কি হয়েছে, মোবাইল গেমে জীবন্ত এই সমস্ত চরিত্ররা ৷ ধরুন মোবাইলের স্ক্রিনে দৌড়ে যাচ্ছে গোলাপ জাম ও কাজু কাটলি ৷ তাদের ধরতে ছুটছেন আপনি ৷ নিশ্চয় ভাবছেন এই রকম আবার কি, এবার তবে ব্যাপারটা খুলে বলা যাক ৷

মোবাইল গেম প্রস্তুতকারক সংস্থা ক্রাফটন ইন্ডিয়া আনছে তাদের নতুন গেম CookieRun India ৷ এই কুকি চরিত্রে দেখা যাবে গোলাপ জাম ও কাজু কাটলির মতো ভারতীয় মিষ্টি ৷ শুধুমাত্র ক্রাফটন ইন্ডিয়া নয় এই গেম তৈরিতে সহযোগিতা করেছে ডেভসিস্টার্স নামে আরও একটি সংস্থা ৷ সাধারণত ভারতীয়দের কথা ভেবে এই সংস্থা মোবাইল গেম তৈরি করে ৷ মিষ্টি যে ভারতীয়দের একাংশের কাছে আলাদা দূর্বলতা তা কারোরই অজানা নয় ৷ তাই এই গেমে কুকি চরিত্রদের মিষ্টি হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে ৷

নতুন এই গেম আইওএস ও অ্যান্ড্রয়েড দু‘টিতে ডাউনলোড করা যাবে ৷ ইতিমধ্যেই 1 মিলিয়ন প্রি-রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে ৷ চলতি মাসের 11 তারিখ থেকে ডাউনলোড করা যাবে এই গেম ৷ এর আগে ক্রাফটন ইন্ডিয়া PUBG গেম তৈরি করেছে ৷ এবার তাদের নতুন সংযোজন CookieRun India ৷ সম্প্রতি একটি ইভেন্টে এই গেমটি লঞ্চ করতে এসে ক্রাফটন ইন্ডিয়ার তরফে মিনু লি জানান, " ক্রাফটন ইন্ডিয়া নতুন CookieRun India গেমটি তৈরি করলেও তাদের সহযোগিতে করেছে ডেভসিস্টার্স ৷ ভারতবাসীর কথা ভেবে এই গেমটি তৈরি করা হয়েছে ৷ যাঁরা গেম খেলতে ভালোবাসেন তাঁরা এটি উপভোগ করবেন ৷ তার উপর গেমের চরিত্ররা এক-একটি মিষ্টি ৷ যা গেমটিকে আরও মজার করেছে ৷

প্রসঙ্গত, এর আগে সংস্থার তৈরি Battlegrounds Mobile India (BGMI) গেমটি বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল ৷ বিশ্বব্যপি এই গেমটি 200 মিলিয়ন ডাউনলোড হয়েছে ৷ ইতিমধ্যেই Esports নামে নতুন একটি গেম Battlegrounds Mobile India-র রেকর্ড ভেঙেছে । পাশাপাশি Bullet Echo India এবং Road to Valor: Empires-এর জনপ্রিয়তা তুঙ্গে ৷ এই সমস্ত জনপ্রিয় গেমগুলি সংস্থার গেমিং পোর্টফোলিওতে পালক জুড়েছে বলে জানিয়েছেন মিনু লি ৷

নতুন গেম লঞ্চ করার পাশাপাশি, ক্রাফটন ইন্ডিয়া আগামি বছরগুলিতে ভারতীয় স্টার্টআপগুলিতে $140 মিলিয়নেরও বেশি বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ।

আধঘণ্টায় ফুল চার্জ! ভারতে লঞ্চ করল iQOO 13, দাম কত

Last Updated : Dec 5, 2024, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.