ETV Bharat / technology

সাবধান! জলে বাস করে ভূত হাঙর, চোখ দিয়ে শিকার ধরে - GHOST SHARK WITH HAUNTING EYES

সন্ধান মিলল বিশেষ প্রজাতির সার্ক বা হাঙরের ৷ নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা এটির সন্ধান পেয়েছেন ৷ চোখ দিয়ে শিকার ধরে এই হাঙর ৷

Ghost Shark in Pacific Ocean
প্রশান্ত মহাসাগরে সন্ধান পাওয়া বিশেষ প্রজাতির সার্ক যারা চোখ দিয়ে শিকার করে (এএফপি/ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফেরিক রিসার্চ লিমিটেড)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 26, 2024, 8:00 AM IST

হায়দরাবাদ: জলে কুমির নয়, বাস করছে ভূত থুড়ি ভূত হাঙর ৷ নিশ্চয় ভাবছেন এ কি করে সম্ভব ? শুনতে অবাক লাগলেও সম্প্রতি অস্তিত্ব মিলেছে ভূত হাঙর বা 'Ghost Shark'-এর ৷ নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা হাঙরের একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন। প্রশান্ত মহাসাগরের তলদেশে দেখা যায় এই প্রজাতির মাছ ৷ মহাসাগরের গভীরে থাকা 1 মাইল বা তার বেশি দূরত্ব থেকে শিকার করতে পারে এরা, তাও চোখের সাহায্যে ৷

আজ থেকে আকাশে দুটি চাঁদ ! কীভাবে দেখবেন ?

ওয়েলিংটনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফেরিক রিসার্চ (এনআইডব্লিউএ) এর বিজ্ঞানীদের মতে, অস্ট্রেলিয়ান ন্যারো-নোজড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের গভীর জলে বসবাস করে এই স্পুকফিশ বা ভূত হাঙর।

নতুন প্রজাতির 'ভূত হাঙর': নতুন প্রজাতির এই হাঙর প্রসঙ্গেই নিজিল্যান্ডের বিজ্ঞানীরা বলেন, "এটি এমন এক ধরনের মাছ যা প্রশান্ত মহাসাগরের তলদেশে এক মাইলেরও বেশি গভীরে গিয়ে শিকার করে।" ওয়েলিংটন-ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চ (এনআইডব্লিউএ) এর বিজ্ঞানীদের মতে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের গভীর জলে এই হাঙর দেখা গিয়েছে। ওয়েলিংটনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চের (এনআইডব্লিউএ) বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূত হাঙর সমুদ্রের গভীরে বাস করে ৷ নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত চ্যাথাম রাইজ এলাকা যেটি প্রশান্ত মহাসাগরের অন্তর্গত সেখানেই দেখা গিয়েছে এই বিশেষ প্রজাতির হাঙর ৷

10 হাজার টাকার দাম কমল স্যামসং-এর প্রিমিয়াম সিরিজ স্মার্টফোনের

8530 ফুট জলে নিচে শিকার করে: এই মাছটি স্পুকফিশ নামেও পরিচিত ৷ ভূত হাঙরের কালো চোখ এবং মসৃণ, হালকা বাদামী ও আঁশ বিহীন ৷ হাঙরের একটি প্রজাতি হওয়ায় একে 'ভূত হাঙর বলা হয়। স্পুকফিশের মতো ভূত হাঙরের চোখ ভীতিজনক। তারা প্রায় 2600 মিটার গভীরে অর্থাৎ 2.60 কিলোমিটার দূর থেকে শিকারকে দেখতে পারে ৷ বিজ্ঞানী ব্রিট ফিনুচি বলেন, ভূত হাঙর সাগরের তলায় বাস করে। এটা খুব উপরে আসে না ৷

মহালয়াতে সূর্যগ্রহণ, কখন ও কোথায় কীভাবে দেখা যাবে ?

হায়দরাবাদ: জলে কুমির নয়, বাস করছে ভূত থুড়ি ভূত হাঙর ৷ নিশ্চয় ভাবছেন এ কি করে সম্ভব ? শুনতে অবাক লাগলেও সম্প্রতি অস্তিত্ব মিলেছে ভূত হাঙর বা 'Ghost Shark'-এর ৷ নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা হাঙরের একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন। প্রশান্ত মহাসাগরের তলদেশে দেখা যায় এই প্রজাতির মাছ ৷ মহাসাগরের গভীরে থাকা 1 মাইল বা তার বেশি দূরত্ব থেকে শিকার করতে পারে এরা, তাও চোখের সাহায্যে ৷

আজ থেকে আকাশে দুটি চাঁদ ! কীভাবে দেখবেন ?

ওয়েলিংটনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফেরিক রিসার্চ (এনআইডব্লিউএ) এর বিজ্ঞানীদের মতে, অস্ট্রেলিয়ান ন্যারো-নোজড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের গভীর জলে বসবাস করে এই স্পুকফিশ বা ভূত হাঙর।

নতুন প্রজাতির 'ভূত হাঙর': নতুন প্রজাতির এই হাঙর প্রসঙ্গেই নিজিল্যান্ডের বিজ্ঞানীরা বলেন, "এটি এমন এক ধরনের মাছ যা প্রশান্ত মহাসাগরের তলদেশে এক মাইলেরও বেশি গভীরে গিয়ে শিকার করে।" ওয়েলিংটন-ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চ (এনআইডব্লিউএ) এর বিজ্ঞানীদের মতে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের গভীর জলে এই হাঙর দেখা গিয়েছে। ওয়েলিংটনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চের (এনআইডব্লিউএ) বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূত হাঙর সমুদ্রের গভীরে বাস করে ৷ নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত চ্যাথাম রাইজ এলাকা যেটি প্রশান্ত মহাসাগরের অন্তর্গত সেখানেই দেখা গিয়েছে এই বিশেষ প্রজাতির হাঙর ৷

10 হাজার টাকার দাম কমল স্যামসং-এর প্রিমিয়াম সিরিজ স্মার্টফোনের

8530 ফুট জলে নিচে শিকার করে: এই মাছটি স্পুকফিশ নামেও পরিচিত ৷ ভূত হাঙরের কালো চোখ এবং মসৃণ, হালকা বাদামী ও আঁশ বিহীন ৷ হাঙরের একটি প্রজাতি হওয়ায় একে 'ভূত হাঙর বলা হয়। স্পুকফিশের মতো ভূত হাঙরের চোখ ভীতিজনক। তারা প্রায় 2600 মিটার গভীরে অর্থাৎ 2.60 কিলোমিটার দূর থেকে শিকারকে দেখতে পারে ৷ বিজ্ঞানী ব্রিট ফিনুচি বলেন, ভূত হাঙর সাগরের তলায় বাস করে। এটা খুব উপরে আসে না ৷

মহালয়াতে সূর্যগ্রহণ, কখন ও কোথায় কীভাবে দেখা যাবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.