ETV Bharat / technology

গবেষকদের যুগান্তকারী আবিষ্কার, দুর্ঘটনা রুখবে রোড সেফটি সেন্সর - Road Safety Sensor - ROAD SAFETY SENSOR

অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার প্রবণ এলাকা হিসেবে রাস্তার মোড়গুলিকে চিহ্নিত করা হয় ৷ এই বিষয়টি মাথায় রেখে গবেষকরা একটি সড়ক নিরাপত্তা সেন্সর তৈরি করেছেন।

ROAD SAFETY SENSOR
দুর্ঘটনা এড়াতে সড়ক নিরাপত্তা সেন্সর (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 5, 2024, 4:30 PM IST

হায়দরাবাদ: দুর্ঘটনা এড়াতে সড়ক নিরাপত্তার উপর জোর দেওয়া হলে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি ৷ প্রতিদিন সড়ক দুর্ঘট নায় প্রাণহানির ঘটনা ঘটছে ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অঙ্গহানির ঘটনাও কম নেই। এই দুর্ঘটনা এড়াতেই ব্যাঙ্গালোরের সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফট ম্যাটার সায়েন্সেস (CENS)-এর গবেষকরা তৈরি করেছেন সড়ক নিরাপত্তা সেন্সর ৷ এটি সংশ্লিষ্ট এলাকার দুর্ঘটনা প্রবণ মোড়গুলিতে এই সমস্ত সেন্সর ইনস্টল করার পরমর্শ দিয়েছেন তাঁরা ৷ গবেষণাটি সম্প্রতি 'জার্নাল অব মেটেরিয়ালস কেমিস্ট্রি এ'-এ প্রকাশিত হয়েছে।

মেটার স্মার্টগ্লাস, ভিন দেশি বন্ধুকে কাছে আনবে এক লহমায়

এই প্রসঙ্গেই গবেষকরা জনিয়েছেন, এই সমস্ত সেন্সরে নতুন পলিমার ন্যানো কম্পোজিট ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসটি মূলত রাস্তা এবং মোড় থেকে 100 মিটার দূরত্বে ইনস্টল করা যেতে পারে। রাস্তার মোড় বা যেকোনও বাঁক থেকে কোনও গাড়ি থেকে সেই সেন্সরে বিশেষ সিগনাল দেবে ৷ চালকরা সতর্ক হয়ে যাবেন। গবেষকরা পাইজোইলেকট্রিক প্রভাবের নীতির উপর ভিত্তি করে একটি মৌলিক মডেল তৈরি করেছেন ইতিমধ্যেই ।

নগদ নয়, ডিজিটাল লেনদেনেই ঝোঁক বেশি নাগরিকদের

সুতরাং, এই সেন্সরগুলি একটি শক্তি উৎপাদন করে। সেন্সরে থাকা ট্রানজিশন মেটাল ডিচালকোজেনাইড দিয়ে তৈরি নভেল পলিমার ন্যানোকম্পোজিট দ্বারা উত্পন্ন শক্তি ইলেকট্রনিক গ্যাজেটগুলিতে তথ্য সরবারহ করে ৷ এমনটাই জানিয়েছেন এই সেন্সরে তৈরিকারী গবেষকরা ৷

এই প্রসঙ্গেই বিজ্ঞানী অঙ্কুর ভার্মা, ড. অর্জুন হরি মধু, ড. সুবাস চেরুমানিল কারুমুটিল জানান, সেন্সরে থাকা পলিমারের পিজোইলেক্ট্রিক শক্তি উৎপন্ন করে ৷ যা থেকে ভ্যানডিয়াম ডাইসলফাইড (VS2) সৃষ্টি হয় । এটি একটি অবৈজ যৌগ ৷ যার অস্তিত্ব ধাতব পাতে দেখা যায় ৷ ন্যানো পার্টিকেলগুলিতে সৃষ্টি হওয়া চার্জ পলিমার ন্যানোকম্পোজিটের পাইজোইলেক্ট্রিক বৈশিষ্ট্যগুলিকে প্রভাবিত করে। যা থেকে সেন্সরগুলি কাজ করা শুরু করে ৷

প্রথম 'মেড ইন ইন্ডিয়া' আইফোন 16 বিক্রি শুরু চলতি মাসে

হায়দরাবাদ: দুর্ঘটনা এড়াতে সড়ক নিরাপত্তার উপর জোর দেওয়া হলে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি ৷ প্রতিদিন সড়ক দুর্ঘট নায় প্রাণহানির ঘটনা ঘটছে ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অঙ্গহানির ঘটনাও কম নেই। এই দুর্ঘটনা এড়াতেই ব্যাঙ্গালোরের সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফট ম্যাটার সায়েন্সেস (CENS)-এর গবেষকরা তৈরি করেছেন সড়ক নিরাপত্তা সেন্সর ৷ এটি সংশ্লিষ্ট এলাকার দুর্ঘটনা প্রবণ মোড়গুলিতে এই সমস্ত সেন্সর ইনস্টল করার পরমর্শ দিয়েছেন তাঁরা ৷ গবেষণাটি সম্প্রতি 'জার্নাল অব মেটেরিয়ালস কেমিস্ট্রি এ'-এ প্রকাশিত হয়েছে।

মেটার স্মার্টগ্লাস, ভিন দেশি বন্ধুকে কাছে আনবে এক লহমায়

এই প্রসঙ্গেই গবেষকরা জনিয়েছেন, এই সমস্ত সেন্সরে নতুন পলিমার ন্যানো কম্পোজিট ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসটি মূলত রাস্তা এবং মোড় থেকে 100 মিটার দূরত্বে ইনস্টল করা যেতে পারে। রাস্তার মোড় বা যেকোনও বাঁক থেকে কোনও গাড়ি থেকে সেই সেন্সরে বিশেষ সিগনাল দেবে ৷ চালকরা সতর্ক হয়ে যাবেন। গবেষকরা পাইজোইলেকট্রিক প্রভাবের নীতির উপর ভিত্তি করে একটি মৌলিক মডেল তৈরি করেছেন ইতিমধ্যেই ।

নগদ নয়, ডিজিটাল লেনদেনেই ঝোঁক বেশি নাগরিকদের

সুতরাং, এই সেন্সরগুলি একটি শক্তি উৎপাদন করে। সেন্সরে থাকা ট্রানজিশন মেটাল ডিচালকোজেনাইড দিয়ে তৈরি নভেল পলিমার ন্যানোকম্পোজিট দ্বারা উত্পন্ন শক্তি ইলেকট্রনিক গ্যাজেটগুলিতে তথ্য সরবারহ করে ৷ এমনটাই জানিয়েছেন এই সেন্সরে তৈরিকারী গবেষকরা ৷

এই প্রসঙ্গেই বিজ্ঞানী অঙ্কুর ভার্মা, ড. অর্জুন হরি মধু, ড. সুবাস চেরুমানিল কারুমুটিল জানান, সেন্সরে থাকা পলিমারের পিজোইলেক্ট্রিক শক্তি উৎপন্ন করে ৷ যা থেকে ভ্যানডিয়াম ডাইসলফাইড (VS2) সৃষ্টি হয় । এটি একটি অবৈজ যৌগ ৷ যার অস্তিত্ব ধাতব পাতে দেখা যায় ৷ ন্যানো পার্টিকেলগুলিতে সৃষ্টি হওয়া চার্জ পলিমার ন্যানোকম্পোজিটের পাইজোইলেক্ট্রিক বৈশিষ্ট্যগুলিকে প্রভাবিত করে। যা থেকে সেন্সরগুলি কাজ করা শুরু করে ৷

প্রথম 'মেড ইন ইন্ডিয়া' আইফোন 16 বিক্রি শুরু চলতি মাসে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.