হায়দরাবাদ: বুধবার মধ্যরাতে হঠাৎ অচল সোশাল মিডিয়া ৷ বেশ কয়েক ঘণ্টার জন্য কাজ করছিব না হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ৷ বিশ্বজুড়ে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা ৷ কয়েকজন এক্স হ্যান্ডেলে টুইট করে বিষয়টি জানান ৷ এরপরই বিষয়টি নজরে পড়ে মেটার ৷ মেটা তার প্রতিক্রিয়া জানায়।
ক্ষমাপ্রার্থী মেটা: এদিকে এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশের পরই বিষটি নজরে পরে মেটার ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে এক বিবৃ্তি দেয় "আমরা দুঃখিত যে ব্যবহারকারীরা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ৷ আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করছি ৷ আশা করি শীঘ্রই এটি ঠিক হয়ে যাবে ।" মেটা এক বিবৃতিতে বলেছে, "এই অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।" প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা, প্রাথমিকভাবে মেটার অনুমান ৷
ডাউনডিটেক্টরে অভিযোগ: ডাউনডিটেক্টর আউটেজ চেকিং ওয়েবসাইট মেটা-মালিকানা প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম kep না করায় 1,30,000-এর বেশি অভিযোগ জমা পড়ে । ইউকে এবং ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশের ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গিয়েছে।
X-এর উপর ক্ষোভ: মেটার সার্ভার রাত 11টা পর্যন্ত ডাউন ছিল । এক্স ব্যবহারকারীরা এটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্যান্য দেশের নাগরিকরাও টুইট করেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি কেবল ভারতেই নয়, বিশ্বের অন্যান্য অংশেও বন্ধ হয়ে গিয়েছে। এই সমস্যাটি ডেস্কটপ এবং মোবাইল দু’টি ডিভাইসে ধরা পড়ে ৷ ডেক্সটপে হোয়াটসঅ্যাপ লগনইন করতেও সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীদে ৷ 11:45 পরে, ধীরে ধীরে তিনটি প্ল্যাটফর্ম কাজ শুরু করে।
বুধবার রাত প্রায়11 টার পর থেকে সমস্যা শুরু হয় ৷ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম মেসেজ পাঠাতে পারছিলেন না ৷ কোনও মেসেজ রিসিভ হচ্ছিল না । প্রথম দিকে এটিকে অনেকে ইন্টারনেটের সমস্যা মনে করলেও পরে জানা যায় মেটার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই সমস্যা হচ্ছে ৷ পরিষেবা ঠিক ভাবে কাজ না করায় সমস্যায় পড়েন লক্ষ লক্ষ মানুষ ৷ প্রায় ঘণ্টাখানেক পর হোয়াটসঅ্যাপ, ফেসবুক ঠিক হলেও ইনস্টাগ্রাম আরও দেরিতে ঠিক হয় ৷ বর্তমানে এই তিনটি প্ল্যাটফর্ম কাজ করছে।
সবজান্তা গুগল! 'Pookie' থেকে 'Moye Moye' রয়েছে সার্চ ইঞ্জিনে শীর্ষ স্থানে