ETV Bharat / technology

Netflix রিনিউয়ে পেমেন্ট ফেল! জালিয়াতি থেকে বাঁচবেন কীভাবে - NETFLIX SCAM

সর্বত্র জালপাতা, একটু এদিক ওদিক হলেই বিপদ ৷ কখন যে হ্যাকারদের ফাঁদে পা পড়বে কেউ জানে না ৷ একাধিক দেশে 'নেটফ্লিক্স সাবস্ক্রিপশন স্ক্যাম' সক্রিয় ৷

Netflix Subcription Scam
নেটফ্লিক্স স্ক্যাম (ছবি ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 30, 2024, 4:09 PM IST

হায়দরাবাদ: নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পুর্ননবীকরণ করতে গিয়ে খোয়াতে হতে পারে ব্যাংকের সব টাকা ৷ নিশ্চয় ভবছেন এ আবার কি করে সম্ভব? ধরুন কেউ নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন রিনিউ করছেন ৷ টাকা পেমেন্ট করার পর মেসেজ এল আর্থিক লেনদেনটি ব্যর্থ হয়েছে ৷ তবে কিন্তু সাবধান ৷ একাধকি দেশের নাগরিক 'নেটফ্লিক্স সাবস্ক্রিকশন স্ক্যাম'-এ র ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হয়েছেন ৷ ইতিমধ্যেই গ্রাহকদের সতর্ক করেছে নেটফ্লিক্স ৷ এবার তবে ব্যাপারটা খুলেই বলা যাক ৷

সংশ্লিষ্ট OTT প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে স্ক্যামাররা সর্বত্র জাল পেতে রয়েছে ৷ তারাই এই ধরনের মেজেস পাঠাচ্ছে গ্রাহকদের ৷ গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি উদ্দেশ্য সাইবার জালিয়াতদের ৷ এই সমস্ত চুরি করা তথ্য থেকে টাকা হাতাতেই এই ফাঁদ ৷ চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছে এই জালিয়াতি ৷ 23টি দেশে হানা দিয়েছে এই সমস্ত স্ক্যামাররা ৷ জার্মানি, স্পেন, আমেরিকা, ফ্রান্স, গ্রিস, পর্তুগাল, অস্ট্রেলিয়া- সহ একাধিক দেশ হ্য়াকার হানার কবলে ৷ সাবস্ক্রিপশন রিনিউ-এর সময় এই ধরনের মেসেজ এলেই সাবধান হওয়ার পরমর্শ দিয়েছে ৷

কীভাবে বুঝবেন কোনটা 'নেটফ্লিক্স স্ক্যাম'

  • নেটফ্লিক্স কখনও মেসেজের মাধ্যমে অ্যাকাউন্ট রিলেটেড নোটিফিকেশন পাঠায় না তাদের গ্রাহকদের
  • অযাচাতি কোনও মেসেজের লিঙ্কে ক্লিক করার আগে সবটা পড়ে নিতে হবে
  • নেটফ্লিক্স কখনও জেনেরিক মেসেজ পাঠায় না
  • অনেক সময়ে স্ক্যামাররা প্যানিক তৈরি করে শিকারকে ফাঁদে ফেলে

কীভাবে বাঁচবেন 'নেটফ্লিক্স স্ক্যাম'-এর থেকে

  • সন্দেহজনক কোনও লিঙ্কে ক্লিক না-করা
  • নেটফ্লিক্সের সাইটে গিয়ে পুর্ননবীকরণ করা ভালো, অফার পেতে গিয়ে কোনও লিঙ্কে ক্লিক না করা উচিত
  • অ্যাকাউন্টের পাসওয়ার্ড স্ট্রং রাখতে হবে
  • প্রয়োজনে টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন কোড দিয়ে প্রটেক্ট রাখা দরকার
  • সাইবার আক্রমণ আটকাতে সক্ষম এইরকম কোনও সিকিউরিটি সফটওয়্যার বা অ্যাপ ডিভাইসে রাখতে হবে

16 বছরের কম বয়সিদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা, বিল পাশ অস্ট্রেলিয়া সেনেটে

হায়দরাবাদ: নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পুর্ননবীকরণ করতে গিয়ে খোয়াতে হতে পারে ব্যাংকের সব টাকা ৷ নিশ্চয় ভবছেন এ আবার কি করে সম্ভব? ধরুন কেউ নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন রিনিউ করছেন ৷ টাকা পেমেন্ট করার পর মেসেজ এল আর্থিক লেনদেনটি ব্যর্থ হয়েছে ৷ তবে কিন্তু সাবধান ৷ একাধকি দেশের নাগরিক 'নেটফ্লিক্স সাবস্ক্রিকশন স্ক্যাম'-এ র ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হয়েছেন ৷ ইতিমধ্যেই গ্রাহকদের সতর্ক করেছে নেটফ্লিক্স ৷ এবার তবে ব্যাপারটা খুলেই বলা যাক ৷

সংশ্লিষ্ট OTT প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে স্ক্যামাররা সর্বত্র জাল পেতে রয়েছে ৷ তারাই এই ধরনের মেজেস পাঠাচ্ছে গ্রাহকদের ৷ গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি উদ্দেশ্য সাইবার জালিয়াতদের ৷ এই সমস্ত চুরি করা তথ্য থেকে টাকা হাতাতেই এই ফাঁদ ৷ চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছে এই জালিয়াতি ৷ 23টি দেশে হানা দিয়েছে এই সমস্ত স্ক্যামাররা ৷ জার্মানি, স্পেন, আমেরিকা, ফ্রান্স, গ্রিস, পর্তুগাল, অস্ট্রেলিয়া- সহ একাধিক দেশ হ্য়াকার হানার কবলে ৷ সাবস্ক্রিপশন রিনিউ-এর সময় এই ধরনের মেসেজ এলেই সাবধান হওয়ার পরমর্শ দিয়েছে ৷

কীভাবে বুঝবেন কোনটা 'নেটফ্লিক্স স্ক্যাম'

  • নেটফ্লিক্স কখনও মেসেজের মাধ্যমে অ্যাকাউন্ট রিলেটেড নোটিফিকেশন পাঠায় না তাদের গ্রাহকদের
  • অযাচাতি কোনও মেসেজের লিঙ্কে ক্লিক করার আগে সবটা পড়ে নিতে হবে
  • নেটফ্লিক্স কখনও জেনেরিক মেসেজ পাঠায় না
  • অনেক সময়ে স্ক্যামাররা প্যানিক তৈরি করে শিকারকে ফাঁদে ফেলে

কীভাবে বাঁচবেন 'নেটফ্লিক্স স্ক্যাম'-এর থেকে

  • সন্দেহজনক কোনও লিঙ্কে ক্লিক না-করা
  • নেটফ্লিক্সের সাইটে গিয়ে পুর্ননবীকরণ করা ভালো, অফার পেতে গিয়ে কোনও লিঙ্কে ক্লিক না করা উচিত
  • অ্যাকাউন্টের পাসওয়ার্ড স্ট্রং রাখতে হবে
  • প্রয়োজনে টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন কোড দিয়ে প্রটেক্ট রাখা দরকার
  • সাইবার আক্রমণ আটকাতে সক্ষম এইরকম কোনও সিকিউরিটি সফটওয়্যার বা অ্যাপ ডিভাইসে রাখতে হবে

16 বছরের কম বয়সিদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা, বিল পাশ অস্ট্রেলিয়া সেনেটে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.