ETV Bharat / technology

নামমাত্র রক্ষণাবেক্ষণ খরচ এই 5টি গাড়ির, দেখে নিন সেই তালিকায় কোন মডেলগুলি রয়েছে - Top 5 Low Maintenance Cars - TOP 5 LOW MAINTENANCE CARS

Top Five Low Maintenance Cars: একটি নতুন গাড়ি কেনার পর সেটি রক্ষণাবেক্ষণ খরচের কথাও মাথায় রাখতে হয় ৷ গাড়ি ব্যবহারের পর সেটি সঠিক রক্ষণাবেক্ষণ না করলে যান্ত্রিক গোলযোগ হতে পারে ৷ প্রতিবেদনে উল্লেখ রইল 5 টি গাড়ি, যেগুলির রক্ষণাবেক্ষণ খরচ কম ৷

Five Low Maintenance Cars
কম খরচে রক্ষণাবেক্ষণ করা যায় এই 5 গাড়ি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 6, 2024, 12:05 PM IST

হায়দরাবাদ: গাড়ি কিনলে সেটি রক্ষণাবেক্ষণ করতেই হবে ৷ অনেক ক্ষেত্রেই ত্রেতাদের গাড়ি কিনতে চাইলেও সেটির রক্ষণাবেক্ষণের জন্য খরচের কথা ভেবে পিছিয়ে যান ৷ দেখা গিয়েছে গাড়ি কেনার পর সেটির রক্ষণাবেক্ষণের জন্য বেশি খরচ অনেকেরই অপছন্দ ৷ ক্রেতারা এমন গাড়ি কিনতে পছন্দ করেন যেগুলির রক্ষণাবেক্ষণ খরচ বেশি নয় ৷ আজ আমরা দেব 5টি গাড়ির হদিস, যেগুলির রক্ষণাবেক্ষণের খরচ নাম মাত্র ৷ তবে গাড়িগুলি তাদের নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব এবং পরিষেবা প্রদানে এক নম্বরে ৷

1. Maruti Suzuki Alto 800: Maruti Suzuki Alto হল দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি ৷ Alto 800 ভারতীয় বাজারে বেশি বিক্রিত গাড়ি । এই গাড়িটি জ্বালানি সাশ্রয়ী এবং কম রক্ষণাবেক্ষণ খরচের জন্য ক্রেতাদের পছন্দের তালিকায় আছে ৷

রক্ষণাবেক্ষণের খরচ: মারুতি সুজুকির অন্যান্য মডেলের বিক্রয় বেশি ৷ গাড়ির যন্ত্রাংশ যেমন সহজে পাওয়া যায় এবং দামও কম ৷ ব্যবহারকারীদের অর্থ সাশ্রয় করে।

ইঞ্জিন এবং গিয়ারবক্স: অল্টো 0.8-লিটার পেট্রোল ইঞ্জিন-সহ একটি 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সুবিধা আছে ৷

2. Hyundai Santro : Santro হল ভারতীয় গ্রাহকদের জন্য আরেকটি নির্ভরযোগ্য বিকল্প ৷ গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায়, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ৷ গাড়ির ইঞ্জিন সাভিসিং-এর জন্য বেশি খরচ করতে হয় না ৷ ইলেকট্রনিক যন্ত্রাংশও সহজেই খোলা বাজারে পাওয়া যায় ৷ এক কথায় গাড়িটিকে রক্ষণাবেক্ষণ খুবই সহজ ৷

3. টাটা Tiago: টিয়াগো একটি অনন্য গাড়ি। 5 বছরে এই গাড়িটির রক্ষণাবেক্ষণের গড় খরচ 25 থেকে 50 হাজারের আশেপাশে ৷ এর শক্তিশালী ইঞ্জিন এবং সাধারণ ডিজাইনের কারণে গাড়িটি স্বল্প বাজেটে ক্রেতাদের প্রথম পছন্দ ৷

4. ফোর্ড ফিগো: পাঁচ বছরে ফিগোর রক্ষণাবেক্ষণ খরচ 30 হাজারের বেশি নয়। গাড়ির নির্ভরযোগ্য ইঞ্জিন এবং দাম বাজেটের মধ্যে ৷ মধ্যবিত্ত গাড়িপ্রেমীদের এটিও পছন্দের ৷

5. শেভ্রোলেট বিট: দ্য বিট একটি স্টাইলিশ গাড়ি। 5 বছরে এই গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ প্রায় 22 আসে। এর সাধারণ ডিজাইন এবং কম ইলেকট্রনিক বৈশিষ্ট্য থাকায় গ্রাহকদের কাছে সাশ্রয়ী ৷

হায়দরাবাদ: গাড়ি কিনলে সেটি রক্ষণাবেক্ষণ করতেই হবে ৷ অনেক ক্ষেত্রেই ত্রেতাদের গাড়ি কিনতে চাইলেও সেটির রক্ষণাবেক্ষণের জন্য খরচের কথা ভেবে পিছিয়ে যান ৷ দেখা গিয়েছে গাড়ি কেনার পর সেটির রক্ষণাবেক্ষণের জন্য বেশি খরচ অনেকেরই অপছন্দ ৷ ক্রেতারা এমন গাড়ি কিনতে পছন্দ করেন যেগুলির রক্ষণাবেক্ষণ খরচ বেশি নয় ৷ আজ আমরা দেব 5টি গাড়ির হদিস, যেগুলির রক্ষণাবেক্ষণের খরচ নাম মাত্র ৷ তবে গাড়িগুলি তাদের নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব এবং পরিষেবা প্রদানে এক নম্বরে ৷

1. Maruti Suzuki Alto 800: Maruti Suzuki Alto হল দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি ৷ Alto 800 ভারতীয় বাজারে বেশি বিক্রিত গাড়ি । এই গাড়িটি জ্বালানি সাশ্রয়ী এবং কম রক্ষণাবেক্ষণ খরচের জন্য ক্রেতাদের পছন্দের তালিকায় আছে ৷

রক্ষণাবেক্ষণের খরচ: মারুতি সুজুকির অন্যান্য মডেলের বিক্রয় বেশি ৷ গাড়ির যন্ত্রাংশ যেমন সহজে পাওয়া যায় এবং দামও কম ৷ ব্যবহারকারীদের অর্থ সাশ্রয় করে।

ইঞ্জিন এবং গিয়ারবক্স: অল্টো 0.8-লিটার পেট্রোল ইঞ্জিন-সহ একটি 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সুবিধা আছে ৷

2. Hyundai Santro : Santro হল ভারতীয় গ্রাহকদের জন্য আরেকটি নির্ভরযোগ্য বিকল্প ৷ গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায়, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ৷ গাড়ির ইঞ্জিন সাভিসিং-এর জন্য বেশি খরচ করতে হয় না ৷ ইলেকট্রনিক যন্ত্রাংশও সহজেই খোলা বাজারে পাওয়া যায় ৷ এক কথায় গাড়িটিকে রক্ষণাবেক্ষণ খুবই সহজ ৷

3. টাটা Tiago: টিয়াগো একটি অনন্য গাড়ি। 5 বছরে এই গাড়িটির রক্ষণাবেক্ষণের গড় খরচ 25 থেকে 50 হাজারের আশেপাশে ৷ এর শক্তিশালী ইঞ্জিন এবং সাধারণ ডিজাইনের কারণে গাড়িটি স্বল্প বাজেটে ক্রেতাদের প্রথম পছন্দ ৷

4. ফোর্ড ফিগো: পাঁচ বছরে ফিগোর রক্ষণাবেক্ষণ খরচ 30 হাজারের বেশি নয়। গাড়ির নির্ভরযোগ্য ইঞ্জিন এবং দাম বাজেটের মধ্যে ৷ মধ্যবিত্ত গাড়িপ্রেমীদের এটিও পছন্দের ৷

5. শেভ্রোলেট বিট: দ্য বিট একটি স্টাইলিশ গাড়ি। 5 বছরে এই গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ প্রায় 22 আসে। এর সাধারণ ডিজাইন এবং কম ইলেকট্রনিক বৈশিষ্ট্য থাকায় গ্রাহকদের কাছে সাশ্রয়ী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.