হায়দরাবাদ, 1 অগস্ট: দু’হাজার টাকারও কম দামের ফোর জি মোবাইল বাজারে আনল রিলায়েন্স জিও ৷ ডিসকভার জিও ভারত সিরিজের এই ফোন ব্যবহারকারীরা পাবেন একগুচ্ছ সুবিধা ৷ এই হ্যান্ডসেটটিতে জিও টিভি, জিও সিনেমা, জিও সাভন, জিও পে (ইউপিআই), জিও চ্যাট-এর মতো ফিচারগুলি ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে গ্রাহকদের ৷ এই সমস্ত বিনোদনে ঠাসা এক গুচ্ছ ফিচার-সহ হিন্দি, মরাঠি, গুজরাতি ও বাংলা-সহ 23 ভাষা ব্যবহারের সুবিধা পাবেন ৷
জুলাই মাস থেকে বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে সংস্থাটি ৷ তবে প্রিপেডে দাম বাড়ালেও সংস্থাটি গ্রাহকদের ধরে রাখতে বেশ কিছু সুবিধা দিয়েছে, যার মধ্যে অন্যতম হল প্রিপেড প্ল্যান রিচার্জের সঙ্গে ওটিটি প্ল্যানফর্ম বিনামূল্যে দেখার সুযোগ ৷ আর সদ্য লঞ্চ করা এই JioBharat J1সিরিজের এই ফোনের রিচার্জ করতে খরচ বেশি হবে না ৷ 123 টাকা প্রিপেড প্ল্যানটি কার্যকরী ৷ এই প্ল্য়ানের ভ্যালিডিটি 28 দিনের ৷ এছাড়াও, 1234 টাকা রিচার্জে মিলবে 336 দিনের ভ্যালিডিটি ৷ এছাড়াও 0.2 জিবি ডেটা পাবেন ব্যবহারকারীরা ৷ অন্যান্য প্ল্য়ানের মতো আনলিমিডেট ভয়েজ কল, প্রতিদিন 300টি মেসেজ পাঠানো যাবে ৷ কি-প্যাড যুক্ত ফোর-জি হ্যান্ডসেটে জিও টিভি, জিও সিনেমা, জিও সাভনের সাবস্ক্রিপশনের সুবিধা মিলবে বিনামূল্যে ৷
এই ফোনের বিশেষত্ত্ব কী:
- JioBharat J1-এ 2.8 ইঞ্চি ডিসপ্লে
- 2,500mAh ব্যাটারি
- ThreadX RTOS অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে
- তবে JioBharat J1- ফোর জি হ্যান্ডসেটে ফোনে কেবল মাত্র জিও সিম কার্ড ব্যবহার করা যাবে
- মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে 128 জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে
- ক্য়ামেরার সুবিধাও আছে
- অনলাইন টাকা লেনদেনের সুবিধা পাবেন ব্যবহারকারীরা
আগামী মাসেই ভারতের বাজারে আসছে 50 মেগাপিক্সেল ক্যামেরার iQOO Z9s